কলকাতা: ২২ জানুয়ারি রাম মন্দির উদ্বোধন হবে। সেইদিন ড্রাই ডে ঘোষণা চেয়ে কলকাতা হাইকোর্টে দায়ের হয়েছিল মামলা। ড্রাই ডে ঘোষণার দাবিতে হওয়া মামলা খারিজ করে দিলেন প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানম। ফলে ২২ জানুয়ারি রাম মন্দির উদ্বোধনের দিন রাজ্যজুড়ে খোলা থাকবে মদের দোকান।
রাম মন্দির উদ্বোধনের দিন রাজ্যজুড়ে মদ্যপান বিরোধী দিবস ঘোষণার আর্জি নিয়ে মামলাটি হয়। মামলাকারীর আবেদন ছিল, রাজ্যজুড়ে ড্রাই ডে ঘোষণা করা হোক। কলকাতা হাইকোর্ট সেই আবেদন খারিজ করে দিয়েছে।
মামলাকারীর দাবি ছিল, ইতিমধ্যেই চারটি রাজ্য ২২ জানুয়ারিকে ড্রাই ডে হিসাবে ঘোষণা করেছে। তাই এ রাজ্যেও দিনটিকে ড্রাই ডে হিসাবে ঘোষণা করা হোক। প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানমের ডিভিশন বেঞ্চে মামলার শুনানিতে মামলাটির গ্রহণযোগ্যতা নিয়ে প্রশ্ন তুলে মামলাটি খারিজ করার আবেদন জানায় রাজ্য।
ডিভিশন বেঞ্চ জানিয়ে দেয়, ড্রাই ডে ঘোষণার ক্ষেত্রে নির্দিষ্ট নিয়ম রয়েছে। স্টেট বেভারেজ কর্পোরেশন রয়েছে। তাদের এই সংক্রান্ত একাধিক বিধি রয়েছে। তাই এ বিষয়ে আদালত হস্তক্ষেপ করতে পারে না। এই পর্যবেক্ষণের সঙ্গে মামলাটি খারিজ করে দিয়েছে ডিভিশন বেঞ্চ।