Calcutta High Court: আজ দুপুর ১টার মধ্যেই ভেঙে ফেলতে হবে বিধাননগরের বেআইনি নির্মাণ: আদালত

Shrabanti Saha | Edited By: শর্মিষ্ঠা চক্রবর্তী

Oct 16, 2023 | 1:00 PM

Calcutta High Court: এই মামলার শুনানিতে আগে বিচারপতি অবৈধভাবে নির্মীত ভবন ভেঙে ফেলার নির্দেশ দেন। কিন্তু সেই নির্মাণ ভেঙে ফেলা হয়নি। আদালতের নির্দেশ অমান্য করা হয়। বিল্ডারকে আদালতে উপস্থিত হওয়ার নির্দেশ দিয়েছিলেন

Calcutta High Court: আজ দুপুর ১টার মধ্যেই ভেঙে ফেলতে হবে বিধাননগরের বেআইনি নির্মাণ: আদালত
কলকাতা হাইকোর্ট
Image Credit source: টিভি নাইন বাংলা

Follow Us

কলকাতা: বিধাননগরে বেআইনিভাবে নির্মাণ ভাঙার নির্দেশ দিলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। সোমবার দুপুর ১টার মধ্যেই বেআইনি নির্মাণ ভাঙার কাজ শুরু করতে হবে বলে নির্দেশ দিয়েছেন বিচারপতি। পাশাপাশি বেআইনিভাবে নির্মীত ভবনের জল ও বিদ্যুতের লাইন কাটারও নির্দেশ দিয়েছে আদালত। বিল্ডিং ভাঙার প্রাথমিক রিপোর্ট মঙ্গলবার সকালেই আদালতে জমা দেওয়ার নির্দেশ দিয়েছেন বিচারপতি।

বিচারপতি আরও পরামর্শ দিয়েছেন, ওই ভবনের বাসিন্দারা প্রয়োজনে আদালতে এসে বিল্ডারের বিরুদ্ধে মামলা দায়ের করে পুনর্বাসন চাইতে পারেন। বিল্ডারকে কর্পোরেশনে শুনানির জন্য ডাকা হলেও তিনি উপস্থিত হননি – বিধান নগর কর্পোরেশন এর আইনজীবী

সল্টলেকের সেক্টর ফাইভে ১৮১ শান্তি নগর এলাকায় একটি ভবনে বেআইনিভাবে নির্মীত হয়েছে বলে অভিযোগ ওঠে। ‘আনঅথারাইজ়ড কনস্ট্রাকশনে’র অভিযোগ পাঁচিবালা পোলে বিধাননগর পুরনিগমকে জানায়। কিন্তু পৌরনিগমও এই ব্যাপারে কোনও ব্যবস্থা নেয় না বলে অভিযোগ ওঠে। কর্পোরেশন ব্যবস্থা না নেওয়ায় আদালতের দারস্ত হন মামলাকারী।

এই মামলার শুনানিতে আগে বিচারপতি অবৈধভাবে নির্মীত ভবন ভেঙে ফেলার নির্দেশ দেন। কিন্তু সেই নির্মাণ ভেঙে ফেলা হয়নি। আদালতের নির্দেশ অমান্য করা হয়। বিল্ডারকে আদালতে উপস্থিত হওয়ার নির্দেশ দিয়েছিলেন। কিন্তু তিনিও আদালতে উপস্থিত হননি।

এদিনের শুনানিতে উপস্থিত ছিলেন বিধান নগর কর্পোরেশন এর আইনজীবী। তিনি সওয়াল করেন, বিল্ডারকে কর্পোরেশনে শুনানির জন্য ডাকা হলেও তিনি উপস্থিত হননি। বিচারপতি তাতে অত্যন্ত অসন্তুষ্ট হন। তারপরই সোমবার দুপুরের মধ্যেই ভবন ভেঙে ফেলার নির্দেশ দেন বিচারপতি।

সল্টলেকে বেআইনি নির্মাণ সংক্রান্ত একটি জনস্বার্থ মামলা দায়ের হয় উচ্চ আদালতে। সেই সময় জানা যায়, বিগত কয়েক বছরে বিধাননগর পুর এলাকায় ৩৫৫টি বেআইনি বহুতল তৈরি হয়েছে। এই আবহে আদালতের ভর্ৎসনার মুখে পড়ে পুরসভা। এদিকে, সেই ভবন খালি করতে গিয়ে সমস্যার মুখে পড়েন প্রোমোটাররাও। কারণ যাঁরা ফ্ল্যাট কিনেছেন, তাঁরাও প্রোমোটারের বিরুদ্ধে আইনি লড়াইয়ে নামতে পারেন।

Next Article