‘কেন্দ্রের উদাসীনতা দেখে আমি বিস্মিত’, বললেন হাইকোর্টের বিচারপতি

TV9 Bangla Digital | Edited By: ঋদ্ধীশ দত্ত

Aug 05, 2021 | 7:06 PM

Calcutta High Court: ওই বাংলাদেশি নাগরিককে অবিলম্বে মু্ক্তি দিয়ে তাঁকে বিমানবন্দরেও পৌঁছে দেওয়ার নির্দেশ দিয়েছে হাইকোর্ট।

কেন্দ্রের উদাসীনতা দেখে আমি বিস্মিত, বললেন হাইকোর্টের বিচারপতি
ফাইল চিত্র।

Follow Us

কলকাতা: ‘কেন্দ্রের উদাসীনতা দেখে আমি বিস্মিত’। এক বাংলাদেশের নাগরিকের মামলার শুনানি করতে গিয়ে বৃহস্পতিবার এমনই মন্তব্য করল কলকাতা হাইকোর্টের বিচারপতি দেবাংশু বসাকের বেঞ্চ। কেন্দ্রের অনুমোদন না আসার কারণেই নিম্ন আদালতের নির্দেশের পরও ছাড়া পাননি ওই বাংলাদেশি নাগরিক। সময় দেওয়ার পরও কেন্দ্র নিরুত্তর। এই মামলার শুনানি করতে গিয়েই এ দিন মন্তব্য করেন আদালতের বিচারপতিরা। ওই বাংলাদেশি নাগরিককে অবিলম্বে মু্ক্তি দিয়ে তাঁকে বিমানবন্দরেও পৌঁছে দেওয়ার নির্দেশ দিয়েছে হাইকোর্ট।

চলতি বছরের ১৩ এপ্রিল বাংলাদেশ থেকে ভারতে আসেন সে দেশের নাগরিক লাভলী আখতার। কিন্তু, ভিসার মেয়াদ শেষ শেষ হয়ে যাওয়ার পরেও তিনি ভারতে বসবাস করতে থাকেন। অবৈধভাবে বসবাসের অভিযোগে উত্তর ২৪ পরগনার বসিরহাট থানার পুলিশ তাঁকে গ্রেফতার করে। এরপর লাভলীকে রাখা হয় সংশোধনাগারে। আদালতের নির্দেশে ৬৬ দিনের জেল সাজা হয় লাভলীর। সংশোধনাগারে থাকেন লাভলী। চলতি বছরের ১১ জুন বসিরহাটের সিনিয়র চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট লাভলীকে অবিলম্বে ছেড়ে দেওয়ার নির্দেশ দেন।

কিন্তু, আদালতের নির্দেশের পরেও কেন্দ্রীয় সরকারের অনুমোদন না আসায় লাভলীকে বর্তমানে জেলেই থাকতে হচ্ছে। লাভলীর আইনজীবী সৌম্য নাগ হাইকোর্টে বলেন, নিম্ন আদালত ইতিমধ্যেই তাঁকে ছেড়ে দেওয়ার নির্দেশ দিয়েছে। নিম্ন আদালতের নির্দেশ অনুযায়ী সে ৬৬ দিন জেলও খেটেছে। কিন্তু তাঁকে এখনও ছাড়া হচ্ছে না। এইভাবে বহু বাংলাদেশিকে মেয়াদ উত্তীর্ণের পর আটকে রাখা হয়েছে। কোথাও কোথাও তাঁরা শারীরিকভাবে নিগৃহীত হচ্ছে বলেই দাবি আইনজীবীর। সরকারের উদাসীনতার জন্য তাঁদের ছাড়া সম্ভব হচ্ছে না বলে অভিযোগ করা হয়। এরপরই কেন্দ্রের উদাসীনতাকে একহাত নিয়ে লাভলীকে দ্রুত দেশে ফেরানোর নির্দেশ দেয় আদালত। আরও পড়ুন: ‘পর্যাপ্ত টিকা পাঠান’, ফের মোদীকে চিঠি দিলেন মমতা, ‘যথেষ্টই তো আছে’, বলছে কেন্দ্রের সূত্র

 

 

Next Article