কলকাতা: আগামিকাল অর্থাৎ শুক্রবার বিকেল ৫টার মধ্যে পদত্যাগ করতে হবে পশ্চিমবঙ্গ মেডিক্যাল কাউন্সিলের রেজিস্ট্রারকে। তাঁকে স্বেচ্ছায় পদত্যাগ করার পরামর্শ দিলেন কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি টি এস শিবজ্ঞানম। হাইকোর্টের নির্দেশ, রেজিস্ট্রার যদি স্বেচ্ছায় পদত্যাগ না করেন, তাহলে তাঁকে ওই পদ থেকে সরিয়ে দেওয়ার নির্দেশিকা জারি করা হবে।
রেজিস্ট্রারের বিরুদ্ধে অভিযোগ, সরকারের আগাম অনুমোদন ছাড়াই অবসরের সময়সীমা পেরিয়ে যাওয়ার পরও ওই পদে বহাল ছিলেন তিনি। ফলে ওই পদে থাকার আর কোনও অধিকার রেজিস্ট্রারের নেই বলে বৃহস্পতিবার মন্তব্য করেন প্রধান বিচারপতি শিবজ্ঞানম।
কলকাতা হাইকোর্টে ওয়েস্ট বেঙ্গল মেডিক্যাল কাউন্সিলের রেজিস্ট্রারের বিরুদ্ধে মামলা করেছিল জয়েন্ট প্ল্যাটফর্ম অব ডক্টর্স নামক সংগঠনটি। রেজিস্ট্রারের সেই পুনর্নিয়োগ অবৈধ বলে জানিয়ে আদালত রেজিস্ট্রারকে সরানোর নির্দেশ দিয়েছে।
পশ্চিমবঙ্গ মেডিক্যাল কাউন্সিলের রেজিস্ট্রার পদে রয়েছেন মানস চক্রবর্তী। এই পদে তাঁর মেয়াদ শেষ হয়েছে গত ২০১৯ সালের ১ নভেম্বর। কিন্তু তারপরেও তিনি পদত্যাগ করেননি বলে অভিযোগ। মাঝে পাঁচ বছরের বেশি সময় পেরিয়ে গিয়েছে। কিন্তু, নিয়ম অনুযায়ী, মেয়াদ শেষ হয়ে যাওয়ার পরও উত্তীর্ণ হয়ে যাওয়ার পরেও পদে থাকতে গেলে রাজ্য সরকারের আগাম অনুমোদন দরকার হয়। এ ক্ষেত্রে তা নেওয়া হয়নি বলেই অভিযোগ। আদালতের পর্যবেক্ষণ, এভাবে পদে থাকা বেআইনি। তাই পদত্যাগের জন্য সময় বেঁধে দিয়েছে হাইকোর্ট।