কলকাতা: সম্প্রতি রেলের কাজের জন্য ১০০ ঘণ্টা ট্রেন চলাচল বন্ধ করে দেওয়া হয়েছিল ডানকুনি লাইনে। চারদিন যাতায়াত করতে গিয়ে হয়রানির মুখে পড়তে হয় যাত্রীদের। সপ্তাহ ঘুরতে না ঘুরতেই ফের লোকাল ট্রেন বন্ধ রাখার কথা ঘোষণা করা হল শিয়ালদহ ডিভিশনের তরফে। প্রতিদিন এই ডিভিশনের উত্তর ও দক্ষিণ শাখায় লক্ষাধিক মানুষ যাতায়াত করেন। বহু মানুষের কাছেই কর্মস্থলে পৌঁছনোর অন্যতম ভরসা এই ট্রেন। তাই সেই লাইন বন্ধ থাকলে, বিপাকে পড়তে পারেন সাধারণ মানুষ।
শুক্রবার শিয়ালদহ ডিভিশনের ডিআরএম দীপক কুমার নিগম সাংবাদিক বৈঠক করে ট্রেন বাতিল করার কথা জানান।
দু’দিন অর্থাৎ আগামী ১ ফেব্রুয়ারি (শনিবার) রাত থেকে ৩ ফেব্রুয়ারি (সোমবার) ভোর পর্যন্ত শিয়ালদহ দক্ষিণ শাখায়, শিয়ালদা-বারুইপুর রুটে মোট ১০৮টি ট্রেন বাতিল থাকবে। জানা গিয়েছে, কাঁকুড়গাছি ও বালিগঞ্জে ইন্টারলকিং-এর কাজের জন্য ট্রেন বাতিল থাকবে। আর তার জেরেই সমস্যায় পড়তে চলেছেন বজবজ ও বারুইপুর শাখার যাত্রীরা। অবশ্য লক্ষীকান্তপুর লাইনের ট্রেন চলাচল স্বাভাবিক থাকবে।
মোট ৫২ ঘণ্টায় ১০৮টি ট্রেন বাতিল থাকছে। আগামী ১ ফেব্রুয়ারি ৫৯টি ট্রেন বাতিল থাকবে। রবিবার অর্থাৎ ২ ফেব্রুয়ারি ৪৯টি ট্রেন বাতিল থাকবে।
বাকি লাইনের পরিষেবা স্বাভাবিক থাকবে বলে জানানো হয়েছে। চক্ররেল পরিষেবাও স্বাভাবিক থাকবে। আগামী ৩ ফেব্রুয়ারি থেকে পরিষেবা স্বাভাবিক হবে।
একদিকে বইমেলা চলছে, সেই সঙ্গে আগামী রবিবার অর্থাৎ ২ ফেব্রুয়ারি সরস্বতী পুজোও রয়েছে। এমন একটা সময় এই কাজের সিদ্ধান্ত নেওয়া হল কেন? প্রশ্ন তুলছেন যাত্রীরা।
শিয়ালদহ দক্ষিণ শাখায় প্রায় ৩৩০ টির বেশি ট্রেন চলে। যার মধ্যে ১০৮ টি ট্রেন বাতিল হতে চলেছে। রেলের তরফে আরও জানানো হয়েছে, কিছু স্পেশাল ট্রেন চলবে বারাসত থেকে দমদম। শিয়ালদহ থেকে নৈহাটি, শিয়ালদহ- রানাঘাট, বজবজ থেকে নিউ আলিপুর লাইনে স্পেশাল ট্রেন চালিয়ে অতিরিক্ত ভিড় সামলানোর চেষ্টা হবে বলে জানিয়েছেন রেল কর্তা।