Arjun Singh: উপনির্বাচনের আগে সিআইডি-র জিজ্ঞাসাবাদের মুখে পড়তে হচ্ছে না অর্জুনকে, নতুন নির্দেশ হাইকোর্টের

Shrabanti Saha | Edited By: সঞ্জয় পাইকার

Nov 11, 2024 | 10:41 PM

Arjun Singh: ২০১০ থেকে ২০১৯ সালের গোড়া পর্যন্ত তৃণমূল পরিচালিত ভাটপাড়া পুরসভার চেয়ারম্যান ছিলেন অর্জুন। এরপর তিনি বিজেপিতে যোগ দিয়ে ব্যারাকপুর লোকসভা কেন্দ্রে প্রার্থী হন। সেই নির্বাচনে জিতে সাংসদও হন। ২০২০ সালে অর্জুনের আমলে ভাটপাড়া পুরসভায় দুর্নীতির অভিযোগ ওঠে।

Arjun Singh: উপনির্বাচনের আগে সিআইডি-র জিজ্ঞাসাবাদের মুখে পড়তে হচ্ছে না অর্জুনকে, নতুন নির্দেশ হাইকোর্টের
কী নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট?
Image Credit source: TV9 Bangla

Follow Us

কলকাতা: বুধবার রাজ্যের ৬ আসনে উপনির্বাচন। ভাটপাড়া পুরসভায় দুর্নীতির মামলায় তার আগের দিন জিজ্ঞাসাবাদের জন্য বিজেপি নেতা অর্জুন সিংকে নোটিশ পাঠিয়েছিল সিআইডি। এবার কলকাতা হাইকোর্টের নির্দেশে কিছুটা স্বস্তি পেলেন ব্যারাকপুরের প্রাক্তন বিজেপি সাংসদ। মঙ্গলবার তাঁকে সিআইডি-র জিজ্ঞাসাবাদের মুখোমুখি হতে হবে না। সিআইডি কবে তাঁকে জিজ্ঞাসাবাদ করতে পারবে, সেই নির্দেশ এদিন দিল হাইকোর্ট।

২০১০ থেকে ২০১৯ সালের গোড়া পর্যন্ত তৃণমূল পরিচালিত ভাটপাড়া পুরসভার চেয়ারম্যান ছিলেন অর্জুন। এরপর তিনি বিজেপিতে যোগ দিয়ে ব্যারাকপুর লোকসভা কেন্দ্রে প্রার্থী হন। সেই নির্বাচনে জিতে সাংসদও হন। ২০২০ সালে অর্জুনের আমলে ভাটপাড়া পুরসভায় দুর্নীতির অভিযোগ ওঠে। অভিযোগ, ভাটপাড়া পুরসভার নালা সংস্কারের নামে টেন্ডার ডাকা হয়েছিল। টেন্ডার পায় অর্জুন ঘনিষ্ঠ একটি সংস্থা। সাড়ে চার কোটি টাকার দুর্নীতির অভিযোগ। পুরনো সেই মামলাতেই জিজ্ঞাসাবাদের জন্য অর্জুনকে নোটিশ পাঠায় সিআইডি। ১২ নভেম্বর তাঁকে হাজির হতে বলা হয়। সেই নোটিশ খারিজের দাবিতে হাইকোর্টের দ্বারস্থ হন বিজেপি এই নেতা। অর্জুনের অভিযোগ, তাঁকে হেনস্থা করতেই ওই নোটিশ পাঠানো হয়েছে।

এদিন বিচারপতি তীর্থঙ্কর ঘোষের এজলাসে অর্জুনের আবেদনের শুনানি হয়। বিচারপতি নির্দেশ দেন, ১২ তারিখ নয়, ১৪ তারিখ জিজ্ঞাসাবাদ করতে পারবে সিআইডি। ৪ ঘণ্টা জিজ্ঞাসাবাদ করা যাবে বলে নির্দেশ দেন বিচারপতি। সকাল সাড়ে ১১টায় যেতে সিআইডি অফিসে যেতে হবে ব্যারাকপুরের প্রাক্তন সাংসদকে। পরবর্তী সময়ে ডাকতে হলে, নভেম্বরের শেষ সপ্তাহে ফের তাঁকে ডাকতে পারবে সিআইডি।

 

Next Article