Calcutta High Court: PSC-কে ক্লিনচিট, আর বাধা নেই, বিচারক নিয়োগ প্রক্রিয়ায় উঠে গেল স্থগিতাদেশ

Shrabanti Saha | Edited By: শর্মিষ্ঠা চক্রবর্তী

Mar 18, 2025 | 2:47 PM

Calcutta High Court: ২০২২ সালে রাজ্যের বিভিন্ন নিম্ন আদালতে বিচারক নিয়োগের প্রক্রিয়া শুরু হয়। গত বছর ২০২৪ সালে হাইকোর্ট নিয়োগের উপর স্থগিতাদেশ দেয়। ফলে যাবতীয় নিয়োগ বন্ধ হয়ে যায়।

Calcutta High Court: PSC-কে ক্লিনচিট, আর বাধা নেই, বিচারক নিয়োগ প্রক্রিয়ায় উঠে গেল স্থগিতাদেশ
কলকাতা হাইকোর্ট
Image Credit source: Bhaswaran Bhattacharya/ INDIAPICTURE/UIG via Getty Images

Follow Us

কলকাতা:  সংরক্ষণ নীতিতে ভুল ছিল না, নিম্ন আদালতের বিচারক নিয়োগ পরীক্ষা সঠিক ভাবে করেছে পিএসসি। পিএসসিকে ক্লিন চিট দিল কলকাতা হাইকোর্ট।  মামলাকারীর আর্জি খারিজ করায় আর নিয়োগে কোন বাধা রইল না। মঙ্গলবার নির্দেশ দেন বিচারপতি অরিন্দম মুখোপাধ্যায়ের বেঞ্চ।

২০২২ সালে রাজ্যের বিভিন্ন নিম্ন আদালতে বিচারক নিয়োগের প্রক্রিয়া শুরু হয়। গত বছর ২০২৪ সালে হাইকোর্ট নিয়োগের উপর স্থগিতাদেশ দেয়। ফলে যাবতীয় নিয়োগ বন্ধ হয়ে যায়। ওই নিয়োগ প্রক্রিয়ায় সংরক্ষণ নীতি মানা হয়নি বলে অভিযোগ তুলে মামলা করেন এক ওবিসি পরীক্ষার্থী।

২৯ জন বিচারক নিয়োগের প্রক্রিয়া শুরু হয়। গত বছর সেপ্টেম্বর মাসে ওই নিয়োগ প্রক্রিয়ার উপর অন্তর্বর্তী স্থগিতাদেশ দেওয়া হয়েছিল। এদিন বিচারপতি অরিন্দম মুখোপাধ্যায় রায়ে জানিয়ে দেন পিএসসি-এর পদ্ধতি সঠিক থাকায় স্থগিতাদেশ প্রত্যাহার করা হচ্ছে। নিয়োগেও কোন বাধা থাকছে না মন্তব্য বিচারপতির।

পিএসসি-র আইনজীবী জানান, ২০২২ থেকে যে নিয়োগ আটকে ছিল, সেটা এবার শুরু করা যাবে। ফলে তরুণরা আসতে পারবেন এই পেশায়।

প্রসঙ্গত, ২০২২ সালের নিয়োগ প্রক্রিয়া নিয়ে মামলাকারীর বক্তব্য ছিল, সংরক্ষণের একটি নীতি সঠিক ভাবে ব্যবহার করেনি পিএসসি। কিন্তু এদিন বিচারপতি জানিয়ে দেন, মামলাকারীর বক্তব্য সারবত্তাহীন। এই মামলার জেরে নিয়োগ প্রক্রিয়ায় স্থগিতাদেশ ছিল। গত ২ বছর ধরে নিম্ন আদালতে কোনও নিয়োগ হচ্ছিল না। নতুন বিচারকরা আসতে পারছিলেন না বলে, কয়েক লক্ষ মামলা নিম্ন আদালতে ঝুলে ছিল। এবার সেই সবই জট খুলল।