Food Inspector recruitment Case: ‘দায়িত্বজ্ঞানহীন আইনজীবীকে কেন নিয়োগ?’ রাজ্যকে ভর্ৎসনা হাইকোর্টের

TV9 Bangla Digital | Edited By: তন্নিষ্ঠা ভাণ্ডারী

Aug 12, 2022 | 2:51 PM

Food Inspector recruitment Case: আদালত দ্রুত মামলা শেষ করতে চাইলেও রাজ্যের ভূমিকায় তা সম্ভব হচ্ছে না। এমনটাই বলা হয়েছে ডিভিশন বেঞ্চের তরফে।

Food Inspector recruitment Case: দায়িত্বজ্ঞানহীন আইনজীবীকে কেন নিয়োগ? রাজ্যকে ভর্ৎসনা হাইকোর্টের
কলকাতা হাইকোর্ট

Follow Us

কলকাতা : রাজ্যে নিয়োগ সংক্রান্ত একাধিক মামলা চলছে। নিয়োগ সংক্রান্ত আরও একটি মামলায় রাজ্যকে কার্যত ভর্ৎসনা করল আদালত। কলকাতা হাইকোর্টে রাজ্যের তরফে সিনিয়র কোনও আইনজীবী না আসায় ক্ষুব্ধ হল বিচারপতি হরিশ ট্যান্ডনের ডিভিশন বেঞ্চ। শুক্রবার ফুড ইন্সপেক্টর নিয়োগ মামলার শুনানি ছিল বিচারপতি হরিশ ট্যান্ডন ও বিচারপতি শম্পা সরকারের ডিভিশন বেঞ্চে। সেই মামলায় রাজ্যের তরফে যে আইনজীবীর আসার কথা ছিল, তিনি আসেননি। তাই রাজ্যের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে সমালোচনা করেছে আদালত।

ফুড ইন্সপেক্টর নিয়োগে অস্বচ্ছতার অভিযোগ তুলে একটি মামলা হয়েছিল স্টেট অ্যাডমিনিস্ট্রেটিভ ট্রাইব্যুনালে। স্যাট ওই মামলায় প্য়ানেল বাতিল করে দিয়েছিল। প্যানেল বাতিল হওয়ার পর চাকরি হারিয়েছিলেন ১০০ জন। তাঁরাই স্যাটের রায়কে চ্য়ালেঞ্জ করে কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চের দ্বারস্থ হন। সেই মামলার শুনানিতে আদালত উল্লেখ করেছে, আদালত মামলার দ্রুত নিষ্পত্তি চাইছে। কিন্তু রাজ্যের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠেছে।

এ দিনের শুনানিতে জুনিয়র আইনজীবী সায়ন গঙ্গোপাধ্য়ায় জানান, রাজা সাহা ও বিশ্ব ব্রত বসু মল্লিক দুই সিনিয়র আছেন, কিন্তু তাঁরা উপস্থিত নেই। এ কথা শুনে ডিভিশন বেঞ্চের তরফে প্রশ্ন করা হয়, এমন দায়িত্বজ্ঞানহীন আইনজীবীকে কেন নিয়োগ করা হয়েছে? রাজ্যের জন্য মামলা ধীরগতিতে এগোচ্ছে বলেও মন্তব্য করা হয়েছে। রাজ্যের এই ব্যবহারকে ‘অলস ও যন্ত্রণা দায়ক’ বলে উল্লেখ করেছে আদালত।

আগামী মঙ্গলবার ফের এই মামলার শুনানির দিন স্থির হয়েছে। সে দিন রাজ্যের আইনজীবী উপস্থিত না থাকলে আদালত রায় দিয়ে দেবে বলে জানিয়েছে।

২০১৮ সালে ওই নিয়োগের প্যানেল তৈরি হয়। সেই প্যানেল বাতিল করে নতুন প্যানেল তৈরির নির্দেশ দিয়েছিল স্যাট। ৯৫৭ জনের প্যানেল বাতিল করা হয়েছিল। ফলে যাঁরা নিয়োগ পত্র পেয়েছিলেন, তাঁদের ভবিষ্যৎ অনিশ্চিত হয়ে পড়েছিল।

Next Article