রথযাত্রা বন্ধের আর্জি খারিজ, ‘রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত মামলা’ বলল আদালত

ঋদ্ধীশ দত্ত |

Feb 11, 2021 | 4:27 PM

জনস্বার্থ মামলা তখনই দায়ের হয় যখন তার সঙ্গে বৃহত্তর স্বার্থ জড়িয়ে থাকে। আবেদনকারী আইনজীবীকে এ দিন এটাই মনে করিয়ে দিয়েছেন বিচারপতি বিন্দাল।

রথযাত্রা বন্ধের আর্জি খারিজ, রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত মামলা বলল আদালত
ফাইল চিত্র

Follow Us

কলকাতা: গেরুয়া রথের মসৃণ যাত্রায় আর কোনও বাধা রইল না। বিজেপি (BJP)-র ‘পরিবর্তন যাত্রা’য় (Paribartan Ratha Yatra) সায় দিয়ে বৃহস্পতিবার কলকাতা হাইকোর্ট (Calcutta High Court) তা বন্ধের আর্জি খারিজ করে দিয়েছে। আবেদনকারীর আর্জি খারিজ করে বিচারপতি রাজেশ বিন্দল জানান, “এই মামলা রাজনৈতিকভাবে উদ্দেশ্যপ্রণোদিত। এহেন আবেদন কখনই জনস্বার্থ মামলা হতে পারে না”, এটাই আবেদনকারীকে মনে করিয়ে দিয়েছে আদালত।

রথযাত্রা বন্ধের আর্জি জানিয়ে একটি জনস্বার্থ মামলা শাসকদলের আইনজীবী সেলের এক সদস্য দায়ের করেছিলেন। যার প্রেক্ষিতে এ দিন আদালত বলেছে, “মামলাকারী আইনজীবী নিজের রাজনৈতিক পরিচয় দেখিয়ে মামলা করেছেন। নিজেকে তৃণমূল কংগ্রেস লিগ্যাল সেলের সদস্য বলে দাবি করেছেন। এটা রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত মামলা, এটা কখনই জনস্বার্থ মামলা হতে পারে না।”

আরও পড়ুন: মানুষ তো ছাড়ুন, বিজেপি ক্ষমতায় এলে পাখিও ঢুকতে পারবে না বাংলায়: শাহ

সংশ্লিষ্ট মামলায় একই সঙ্গে আদালতের পর্যবেক্ষণ, “রাজনৈতিক বিবাদ মেটানোর জায়গা আদালত নয়। তার জন্য ব্যালট বাক্স রয়েছে। সেখানেই সমস্ত বিবাদের নিষ্পত্তি হয়।” জনস্বার্থ মামলা তখনই দায়ের হয় যখন তার সঙ্গে বৃহত্তর স্বার্থ জড়িয়ে থাকে। আবেদনকারী আইনজীবীকে এ দিন এটাই মনে করিয়ে দিয়েছেন বিচারপতি বিন্দাল। ফলে এই মামলাকে কোনও ভাবেই জনস্বার্থ মামলা হিসেবে গণ্য করা যাবে না।

আরও পড়ুন: নবান্ন অভিযান: ছাত্র পুলিশের সংঘর্ষে রক্তাক্ত ডোরিনা ক্রসিং, জখম দু’পক্ষই, ভিড় জমছে হাসপাতালে

Next Article