কলকাতা: রুজিরা-মামলায় দ্রুত শুনানির নির্দেশ দিল কলকাতা হাই কোর্ট (Calcutta High Court)। বিমানবন্দরে সোনা-কাণ্ডে কলকাতা হাই কোর্টের সিঙ্গল বেঞ্চের রায়কে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চে গিয়েছিল শুল্ক দফতর। মামলাটি দ্রুত শুনতে হবে বলে শুক্রবার নির্দেশ দিল বিচারপতি আইপি মুখোপাধ্যায় ও বিচারপতি মহম্মদ নিজামুদ্দিনের ডিভিশন বেঞ্চ।
ডায়মন্ড হারবারের তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Avisekh Banerjee) স্ত্রী রুজিরা নারুলার বিরুদ্ধে গত বছর বেআইনিভাবে সোনা আনার অভিযোগ তোলে শুল্ক দফতর। ব্যাঙ্কক থেকে কলকাতা বিমানবন্দরে নামার পরই রুজিরার ব্যাগ তল্লাশি চালানোর ঘটনা ঘিরে শোরগোল পড়ে যায়। জল গড়ায় বহু দূর। শুল্ক দফতর সমন পাঠায় তৃণমূল সাংসদের স্ত্রীকে।
আরও পড়ুন: ভাইপোর গুণ্ডারা পুলিসকে ভয় পায় না, মন্তব্য অভিষেক গড়ে ‘আক্রান্ত’ কৈলাসের
কিন্তু কলকাতা হাই কোর্টের সিঙ্গল বেঞ্চ শুল্ক দফতরের সমনকে খারিজ করে দেয়। এরপরই এই রায়কে চ্যালেঞ্জ করে মামলা দায়ের করে সংশ্লিষ্ট দফতর। সেই মামলা এবার থেকে দ্রুত শুনতে হবে বলে নির্দেশ দিল হাই কোর্টের ডিভিশন বেঞ্চ। এদিন মামলাটির শুনানি ছিল। ডিভিশন বেঞ্চ তা শুনবে বলে জানায়।
আদালতে শুল্ক দফতরের আইনজীবী আমন লেখি জানান, সিঙ্গল বেঞ্চ যে নির্দেশ দিয়েছে তা মানতে হলে শুল্ক দফতর কোনও তদন্তই করতে পারবে না। অথচ এই দফতরের তদন্ত করা ও সমন পাঠানোর অধিকার আছে। আগামী ১ ফ্রেব্রুয়ারি থেকে এই মামলার টানা শুনানি চলবে বলে নির্দেশ দেয় আদালত।