কলকাতা: সকাল থেকেই ঘন কুয়াশা মহানগরে। একই দৃশ্য বিভিন্ন জেলাতেও। কুয়াশার জেরে বৃহস্পতিবার কলকাতায় দৃশ্যমানতা ২০০ মিটারে নেমেছে। কোথাও আবার ৫০-এর কাছাকাছি। সাত সকালে একটি দুর্ঘটনাও ঘটেছে পূর্ব বর্ধমানের ভাতারে। দু’টি বেসরকারি বাসের মুখোমুখি ধাক্কায় আহত হয়েছেন কমপক্ষে ২০ জন যাত্রী। আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। হাওড়া, শিয়ালদহ ডিভিশনের একাধিক লোকাল ও দূরপাল্লার ট্রেন দেরীতে চলছে। রাস্তাঘাটেও যানবাহনের গতি ধীর।
আবহাওয়া অফিস জানিয়েছে, বেলার দিকে কুয়াশা কেটে গেলেও আকাশ আংশিক মেঘলা থাকবে। বৃহস্পতিবার কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা ১৭.৭ ডিগ্রি সেলসিয়াস। স্বাভাবিকের থেকে দু’ ডিগ্রি বেশি। বুধবার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৫.৮ ডিগ্রি সেলসিয়াস। স্বাভাবিকের থেকে ২ ডিগ্রি নিচে। জলীয় বাষ্পের সর্বোচ্চ পরিমাণ ৯৮ শতাংশ।
বঙ্গোপসাগরে বিপরীত ঘূর্ণাবর্তের জেরে প্রচুর জলীয় বাষ্প ঢুকছে। কলকাতা-সহ রাজ্যের বিভিন্ন জেলায় জলীয় বাষ্পের পরিমাণ অনেকটাই বেশি। রাতের তাপমাত্রা স্বাভাবিকের উপরে থাকায় সকাল থেকেই ঘন কুয়াশা। কলকাতা-সহ দুই ২৪ পরগনা, দুই মেদিনীপুর, হুগলি, হাওড়া, নদিয়া, বীরভূমে ঘন কুয়াশার দাপট দেখা যাচ্ছে। আগামী কয়েকদিন পরিস্থিতির বিশেষ কোনও হেরফের হবে না।
শুক্রবার উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পংয়ে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। মেঘলা আকাশ। মালদহ, দুই দিনাজপুরে ঘন কুয়াশার জেরে কমতে পারে দৃশ্যমানতা। কুয়াশার ঘনত্ব সবথেকে বেশি ডুয়ার্সে। সামান্য দূরে থাকা বস্তুকেও দেখা যাচ্ছে না। কুয়াশাচ্ছন্ন জাতীয় সড়ক, রাজ্য সড়কও। দৃশ্যমানতা কম থাকায় সকাল থেকে শ্রীরামপুর-ব্যারাকপুর, উত্তরপাড়া-আড়িয়াদহ ফেরি পরিষেবা বন্ধ রয়েছে। এর জেরে চরম বিপাকে নিত্যযাত্রীরা। সকাল থেকে কাটোয়া-হাওড়া,বর্ধমান-হাওড়া, ব্যান্ডেল-হাওড়া শাখায় ট্রেনের গতিও ধীর।
এদিন সকালে ঘন কুয়াশার কারণে পূর্ব বর্ধমানের ভাতারে পথদুর্ঘটনা ঘটে। বর্ধমান-কাটোয়া রোডের ভাতারের বেলেণ্ডা পুলের কাছে দু’টি যাত্রীবোঝাই বেসরকারি বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। দুর্ঘটনায় আহত হন ২০ জন যাত্রী । আহতদের প্রথমে উদ্ধার করে ভাতার গ্রামীণ হাসপাতালে ভর্তি করা হয়। পরে কয়েকজনের অবস্থা সঙ্কটজনক হওয়ায় বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করা হয়।