কলকাতা: স্কুল করতে চেয়েছিলেন সৌরভ গঙ্গোপাধ্যায় (Sourav Ganguly)। তাই সল্টলেকের সিএ ব্লকে হিডকোর (Hudco) মাধ্যমে তাঁকে জমি দেয় রাজ্য। যদিও তা নিয়ে তৈরি হয় নানা বিতর্ক। এরপর সৌরভ সেই জমি ফিরিয়েও দেন। কিন্তু এরই মধ্যে ওই জমি নিয়ে তৈরি হয় আইনি জটিলতা। ওই জমি দেওয়ার জন্য কোনও টেন্ডার ডাকা হয়নি। টেন্ডার না ডেকেই সৌরভ গঙ্গোপাধ্যায়কে জমি দেওয়া হয়েছে বলে অভিযোগ ওঠে। যা নিয়ে রাজ্যের বিরুদ্ধে মামলা করে ‘সল্টলেক হিউম্যানিটি’ নামে এক স্বেচ্ছাসেবী সংস্থা। সোমবার তার শুনানি ছিল। রাজ্যকে জরিমানা করে আদালত। একই সঙ্গে নিয়ম না মেনে জমি নেওয়ায় (যদিও পরে তা ফিরিয়ে দেন সৌরভ) সৌরভ ও তাঁর ট্রাস্টকে ১০ হাজার টাকা করে দিতে হবে। এমনই নির্দেশ আদালতের।
বিধি না মেনে হিডকোর সৌরভ গঙ্গোপাধ্যায়ের স্কুলের জন্য জমি দেওয়ায় সেই নির্দেশ খারিজ করল হাইকোর্ট। একইসঙ্গে যেভাবে সৌরভ গাঙ্গুলীকে জমি দেওয়া হয়েছে তার পরিপ্রেক্ষিতে রাজ্য সরকার এবং হিডকোকে পৃথকভাবে ৫০ হাজার টাকা করে জরিমানা জমা দিতে হবে লিগ্যাল এইডকে। একইসঙ্গে এমন ভাবে জমি নেওয়ায় টোকেন মানি হিসাবে ১০ হাজার টাকা করে দিতে হবে সৌরভ গঙ্গোপাধ্যায় ও তাঁর ট্রাস্টকে। যদিও মামলা হাওয়ার পর সেই জমি ফিরিয়ে দিয়েছেন সৌরভ।
২০১১ সালে সৌরভ গঙ্গোপাধ্যায়কে আবারও ২.৫ একর জমি দেওয়া হয় নিউটাউন অ্যাকশন এরিয়া-৩ এ। যার দাম ছিল প্রায় ১০ কোটি টাকা। কিন্তু আদালত সূত্রে খবর, সৌরভ রাজ্যকে একটি চিঠি লিখে জানিয়েছিল, ওই জায়গায় জমির দাম অনেক বেশি। দাম কমানো হোক। তারপরই মন্ত্রিসভার বৈঠকে জমির দাম ৪৫% কমিয়ে দেওয়া হয়। মামলাকারীর অভিযোগ, স্বল্প দামে সৌরভকে জমি দেওয়া হয়েছে।
মামলাটি প্রথমে কলকাতা হাইকোর্টে আসে। সেখান থেকে সুপ্রিম কোর্টে যায়। আইনি ঝামেলা এড়াতে এরপর সেই জমি ফিরিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেন সৌরভ গঙ্গোপাধ্যায়। তিনি তা ফিরিয়েও দেন। পরে ফের একটি চিঠিতে সৌরভ জানান, অ্যাকশন এরিয়া তিনের বদলে ওই একই দরে ২-এ জমি দেওয়া হোক। হিডকো তথা রাজ্য সেটাও মেনে নেয়।
এর বিরুদ্ধে আবার মামলা দায়ের হয় হাইকোর্টে। ফের দাবি করা হয়, এ ক্ষেত্রেও বিনা টেন্ডারে এবং স্বল্প মূল্যে সৌরভকে জমি দেওয়া হয়েছে। এই আইনি ঝামেলার পর ফের ওই জমিটিও ফেরত দিয়ে দেন সৌরভ। নবান্নে গিয়ে সেই কাগজপত্র দিয়ে আসেন ‘গাঙ্গুলি এডুকেশন অ্যান্ড ওয়েলফেয়ার সোসাইটি’র প্রেসিডেন্ট। কিন্তু মামলাটি বহাল থাকে।
সোমবার ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি রাজেশ বিন্দল ও বিচারপতি অরিজিৎ বন্দ্যোপাধ্যায়ের ডিভিশন বেঞ্চ রায় দেয়, সৌরভকে বেআইনি ভাবে জমি দিয়েছে হিডকো। জমি সংক্রান্ত এই মামলায় সুপ্রিম কোর্টের যে রায় রয়েছে তা-ও মেনে চলা হয়নি। এই ঘটনায় হিডকোর যে অফিসাররা জড়িত ছিলেন তাঁদের জরিমানা দিতে হবে।