Calcutta High Court: হাইকোর্টে ‘স্বস্তি’ রেখা পাত্রর, এখনই কড়া পদক্ষেপ করতে পারবে না পুলিশ

Shrabanti Saha | Edited By: Soumya Saha

May 21, 2024 | 4:06 PM

Rekha Patra Case: আগামী ১৪ জুন পর্যন্ত রেখার বিরুদ্ধে স্বতঃপ্রণোদিত মামলায় কোনও পদক্ষেপ করতে পারবে না পুলিশ। ১২ মে যে এফআইআর করেছিল পুলিশ, সেটির উপরেও অন্তর্বর্তী স্থগিতাদেশ জারি করেছে হাইকোর্ট। মঙ্গলবার মামলার শুনানির সময় এ কথা জানিয়ে দিয়েছেন হাইকোর্টের বিচারপতি জয় সেনগুপ্ত।

Calcutta High Court: হাইকোর্টে স্বস্তি রেখা পাত্রর, এখনই কড়া পদক্ষেপ করতে পারবে না পুলিশ
হাইকোর্টে রেখা পাত্রর মামলা
Image Credit source: TV9 Bangla

Follow Us

কলকাতা: সন্দেশখালির মামলায় হাইকোর্টে সাময়িক স্বস্তি পেলেন বসিরহাটের বিজেপি প্রার্থী রেখা পাত্র। আদালত থেকে রক্ষাকবচ পেলেন সন্দেশখালির অন্যতম প্রতিবাদী মুখ। আগামী ১৪ জুন পর্যন্ত রেখার বিরুদ্ধে স্বতঃপ্রণোদিত মামলায় কোনও পদক্ষেপ করতে পারবে না পুলিশ। ১২ মে যে এফআইআর করেছিল পুলিশ, সেটির উপরেও অন্তর্বর্তী স্থগিতাদেশ জারি করেছে হাইকোর্ট। মঙ্গলবার মামলার শুনানির সময় এ কথা জানিয়ে দিয়েছেন হাইকোর্টের বিচারপতি জয় সেনগুপ্ত।

উল্লেখ্য, সন্দেশখালির সাম্প্রতিক একের পর এক ভাইরাল ভিডিয়ো ঘিরে জোর বিতর্ক তৈরি হয়েছিল রাজ্য রাজনীতিতে। যদিও সেই ভিডিয়ো ক্লিপের সত্যতা যাচাই করেনি টিভি নাইন বাংলা। এসবের মধ্যেই গত ৬ মে সন্দেশখালিতে দু’পক্ষের মধ্যে গোলমালের পরিস্থিতি তৈরি হয়েছিল। অস্ত্র হাতে হামলার চেষ্টার অভিযোগ উঠেছিল। সেই ঘটনায় পুলিশ অস্ত্র উদ্ধার করলেও, সেদিনের গোলমালে অভিযুক্তরা এখনও ফেরার। আজ মামলার শুনানি চলাকালীন পুলিশের ভূমিকা নিয়েও প্রশ্ন তুলছে আদালত।

এদিন মামলার শুনানিতে রাজ্যের তরফে জানানো হয়, পুলিশ নিজে মামলা শুরু করেছে। অস্ত্র উদ্ধার করা সম্ভব হলেও অভিযুক্তদের এখনও ধরা যায়নি। বিচারপতি জয় সেনগুপ্ত এদিন প্রশ্ন তুলেছেন, যাঁরা অভিযুক্ত তাঁদের বিরুদ্ধে কেন এখনও পর্যন্ত গ্রেফতার করা গেল না? পাশাপাশি রেখা পাত্রের বিরুদ্ধে কীসের ভিত্তিতে এমন অভিযোগ আনল পুলিশ, সে নিয়েও প্রশ্ন বিচারপতির। বিচারপতির মন্তব্য, এতদিনেও অভিযুক্তরা ধরা পড়ল না, এটা দুর্ভাগ্যজনক। অথচ, অস্ত্র উদ্ধার হল। কারা থানার সামনে থেকে ব্যারিকেড সরানোর চেষ্টা করল, পুলিশকে তাঁদের খুঁজে বের করতে হবে বলেও মন্তব্য বিচারপতি জয় সেনগুপ্তর।

Next Article