Suvendu Adhikari: শুভেন্দুর বিরুদ্ধে FIR করতে চাইলে যেতে হবে যথাযথ বেঞ্চে: হাইকোর্ট

TV9 Bangla Digital | Edited By: Soumya Saha

Dec 16, 2022 | 2:27 PM

Calcutta High Court: শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে নতুন এফআইআর করতে চেয়ে মামলা করে রাজ্য। সেই মামলাটি ওঠে হাইকোর্টের বিচারপতি জয় সেনগুপ্তর একক বেঞ্চে। 

Suvendu Adhikari: শুভেন্দুর বিরুদ্ধে FIR করতে চাইলে যেতে হবে যথাযথ বেঞ্চে: হাইকোর্ট
শুভেন্দু অধিকারীর এফআইআর সংক্রান্ত মামলা

Follow Us

কলকাতা: কলকাতা হাইকোর্টের (Calcutta High Court) বিচারপতি রাজাশেখর মান্থার একক বেঞ্চ সম্প্রতি একটি নির্দেশনামায় জানিয়েছিল, শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikari) বিরুদ্ধে নতুন কোনও এফআইআর করতে হলে আদালতের অনুমতি নিতে হবে। সেই নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টে গিয়েছিল রাজ্য। সুপ্রিম কোর্ট তা আবার হাইকোর্টে ফিরিয়ে দিয়েছিল। এরপরই ‘সুপ্রিম পরামর্শ’ অনুযায়ী হাইকোর্টের প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তবের ডিভিশন বেঞ্চে আবেদন করে রাজ্য। সেই মামলা গৃহীতও হয়েছে। তারপরও শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে নতুন এফআইআর করতে চেয়ে মামলা করে রাজ্য। সেই মামলাটি ওঠে হাইকোর্টের বিচারপতি জয় সেনগুপ্তর একক বেঞ্চে।

বিচারপতি জানিয়েছেন, শুভেন্দুর বিরুদ্ধে এফআইআর করতে চাইলে রাজ্য যথাযথ বেঞ্চে আবেদন করতে পারে। আপাতত কোনও অন্তর্বর্তী নির্দেশ নয়। তবে কম্বল বণ্টনের সময় মৃত্যুর ঘটনায় প্রাথমিক তদন্ত করতে নির্দেশ দিয়েছেন বিচারপতি জয় সেনগুপ্ত। রাজ্যের তরফে আইনজীবী অনির্বাণ রায় জানিয়েছেন, এটি (কম্বল বণ্টনে মৃত্যুর ঘটনা) একটি অপরাধমূলক অভিযোগ। এক্ষেত্রে এফআইআর করা জরুরি।

রাজ্যের আইনজীবীর কথা শুনে বিচারপতি জয় সেনগুপ্ত প্রশ্ন করেন, “রাজ্য কি কোনও প্রাথমিক তদন্ত করছে? ময়নাতদন্ত শেষ হয়েছে? এফআইআর করার আগেও এগুলি হওয়া প্রয়োজন। এই সংক্রান্ত আর একটি মামলা প্রধান বিচারপতির এজলাসে বিচারাধীন। সেক্ষেত্রে এই বেঞ্চ কী করবে? আপনারা কি ডিভিশন বেঞ্চে গিয়েছিলেন চ্যালেঞ্জ করে?” শুভেন্দু অধিকারীর আইনজীবী রাজদীপ মজুমদার জানান, রাজ্য সরাসরি সুপ্রিম কোর্টে গিয়েছিল। কিন্তু রাজ্যের তরফে আইনজীবী এই বিষয়ে কোনও স্পষ্ট উত্তর দিতে পারেননি।

প্রসঙ্গত, ১৪ ডিসেম্বর আসানসোলে কম্বল বিতরণ অনুষ্ঠানে পদপিষ্ট হয়ে তিন জনের মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটেছিল। অভিযোগ ওঠে, শুভেন্দু অধিকারী ওই অনুষ্ঠান থেকে চলে যাওয়ার পরই বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি হয়। সেই নিয়ে ইতিমধ্যেই শুরু হয়েছে রাজনৈতিক চাপানউতোর। এরই মধ্যে বিষয়টি নিয়ে আদালতের দ্বারস্থ হয়েছে রাজ্য। তবে বিচারপতি জয় সেনগুপ্তর একক বেঞ্চ জানিয়ে দিয়েছে, শুভেন্দু অধিকারী বিরুদ্ধে নতুন মামলা করতে চাইলে যথাযথ বেঞ্চ যেতে হবে।

Next Article
Weather Update: মরসুমের শীতলতম দিন, তবে এখনও জাঁকিয়ে ঠান্ডা নয়, কবে থেকে শহরে হাড় কাঁপুনি শীত?
Recruitment Scam: ‘প্রয়োজনে শিক্ষামন্ত্রীকে তলব করতে হবে’, বললেন বিচারপতি গঙ্গোপাধ্যায়