কলকাতা: কোন চাকরি প্রার্থীদের নামে বেআইনিভাবে সুপারিশ করা হয়েছিল, সেই তালিকা ইতিমধ্যেই প্রকাশ করেছে স্কুল সার্ভিস কমিশন। সেই সব প্রার্থীদের নিয়োগ বাতিল করার অনুমতি চেয়েই কমিশন কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছে। সেই মামলা চলাকালীন এবার সরাসরি শিক্ষামন্ত্রীর নাম উল্লেখ করলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। শুক্রবার মামলা চলাকালীন তিনি বলেন, হয়ত জানা যাবে মধ্যশিক্ষা পর্ষদই আসল কালপ্রিট। যদি পর্ষদ কিছু করতে না পারে, তাহলে শিক্ষামন্ত্রীকে ডেকে পাঠাতে হবে। একই সঙ্গে বেআইনি সুপারিশের তালিকায় নাম থাকা ৯ জন এদিন আদালতের দ্বারস্থ হয়েছেন। সেই ৯ জনের ওএমআর শিট খতিয়ে দেখার কথা বলেছেন বিচারপতি।
এদিন নিয়োগ বাতিল করার অনুমতি চাইলে বিচারপতি বলেন, আপনারা যদি নিয়োগ বাতিল করতে চান, করুন। কোথায় বাধা? তিনি উল্লেখ করেন, কমিশনের নিয়োগ বাতিল করার এক্তিয়ার রয়েছে।
আদালতের নির্দেশ অনুযায়ী, দু দফায় বেআইনিভাবে সুপারিশ করা নামের তালিকা প্রকাশ করেছিল স্কুল সার্ভিস কমিশন। তালিকায় থাকা মোট ১৮৪ জনের মধ্যে ৮১ জন বর্তমানে চাকরি করেন বলে জানা গিয়েছে। তাঁদের মধ্যে ৯ জন এদিন আদালতের দ্বারস্থ হয়েছে। হাইকোর্ট এদিন নির্দেশ দিয়েছে, ওই ন’জনকে নিয়ে বৈঠক করতে হবে কমিশন। উপস্থিত থাকবেন ন’জনের আইনজীবী, কমিশনের চেয়ারম্যান ও কমিশনের আইনজীবী। আগামী সপ্তাহে বুধবারের মধ্যে সেই রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
এই ন’জনের ওএমআর শিট খতিয়ে দেখতে হবে বলে উল্লেখ করেছে আদালত। কীভাবে এই কয়েকজন বাকিদের টপকে সুপারিশ পেয়েছে, তার যথাযথ উত্তর দিতে হবে বলেও নির্দেশ দিয়েছেন বিচারপতি। বলেছেন, অযৌক্তিক সওয়াল শোনা হবে না। ২২ ডিসেম্বর এই মামলার পরবর্তী শুনানি।