Amit Malviya: হাইকোর্টে সাময়িক স্বস্তি মালব্যর, কলকাতা পুলিশের দায়ের করা মামলায় স্থগিতাদেশ

TV9 Bangla Digital | Edited By: Soumya Saha

Oct 01, 2021 | 7:48 PM

Calcutta High Court: ভারতীয় দণ্ডবিধির একাধিক ধারায় মালব্যর বিরুদ্ধে অভিযোগ দায়ের করে কলকাতা পুলিশ। সেই এফআইআরকে চ্যালেঞ্জ জানিয়ে কলকাতা হাইকোর্টে মামলা করেন অমিত মালব্য। আজ সেই মামলার শুনানি ছিল।

Amit Malviya: হাইকোর্টে সাময়িক স্বস্তি মালব্যর, কলকাতা পুলিশের দায়ের করা মামলায় স্থগিতাদেশ
কী বলছেন অমিত মালব্য? (ফাইল ছবি)

Follow Us

কলকাতা: বিজেপির আইটি সেলের প্রধান অমিত মালব্যকে আপাতত স্বস্তি দিল কলকাতা হাইকোর্ট। অমিত মালব্যের বিরুদ্ধে কলকাতা পুলিশ যে মামলা রুজু করেছিল, তাতে স্থগিতাদেশ দিয়েছে আদালত। যাবতীয় তদন্তের উপর স্থগিতাদেশের নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট। আজ হাইকোর্টের বিচারপতি কৌশিক চন্দ এই নির্দেশ দিয়েছেন। অমিত মালব্যের বিরুদ্ধে মামলার উপর চার সপ্তাহের স্থগিতাদেশ দিয়েছেন বিচারপতি।

সম্প্রতি পুলিশ ট্রেনিং স্কুলের পুলিশকর্মীদের আন্দোলন নিয়ে টুইট করেছেলিনে বিজেপির আইটি সেলের প্রধান অমিত মালব্য। সেই টুইটের জেরেই তাঁর বিরুদ্ধে জামিন অযোগ্য ধারায় মামলা রুজু করেছিল পুলিশ। ভারতীয় দণ্ডবিধির একাধিক ধারায় মালব্যর বিরুদ্ধে অভিযোগ দায়ের করে কলকাতা পুলিশ। সেই এফআইআরকে চ্যালেঞ্জ জানিয়ে কলকাতা হাইকোর্টে মামলা করেন অমিত মালব্য। আজ সেই মামলার শুনানি ছিল।

মামলার শুনানি চলাকালীন হাইকোর্টে মালব্যর আইনজীবী বলেন, টুইট করা মানেই কি জামিন অযোগ্য ধারায় মামলা? দু’পক্ষের বক্তব্য শোনার পর আজ সেই মামলায় চার সপ্তাহের জন্য স্থগিতাদেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট। অর্থাৎ, বলা যেতেই পারে, হাইকোর্টের এই নির্দেশে কিছুটা হলেও স্বস্তির নিশ্বাস ফেলবেন মালব্য।

উল্লেখ্য, বিজেপির আইটি সেলের দায়িত্ব পাওয়ার পর থেকেই বাংলার দিকে বিশেষ নজর রেখে এসেছেন অমিত মালব্য। রাজ্য সরকার কিংবা প্রশাসনের কোথাও কোনও গাফিলতি চোখে পড়লেই, তা নিয়ে মুখ খুলতে ছাড়েন না। টুইটারেরও একাধিকবার সরব হয়েছেন বিভিন্ন ইস্যুতে।

এবারও তেমন কলকাতা পুলিশের কর্মীদের একাংশের আন্দোলনের ইস্যু তুলে টুইট করেছিলেন তিনি। আর তাতেই বিপত্তি। এদিকে গতকালের ভোটের পরও টুইটারে সরব হতে দেখা গিয়েছে তাঁকে।

তৃণমূলের বিরুদ্ধে, বিশেষ করে দলের সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ শানিয়েছেন বিজেপি আইটি সেলের প্রধান অমিত মালব্য। টুইটে তিনি দাবি করেছেন, নন্দীগ্রামের হারের পর ভুয়ো ভোটে নির্ভর করেই জিততে চাইছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর প্রশ্ন, ‘একজন মুখ্যমন্ত্রীর কি ভু্য়ো ভোটের রায় মানায়?’ তিনি উল্লেখ করেছেন, ‘ভুয়ো ভোটের অতিমারি থাবা বসিয়েছে ভবানীপুরে।

ভবানীপুরের ভোট নিয়ে আজ সকালেও টুইট করেছেন অমিত মালব্য। সেখানেও তিনি ভবানীপুর উপনির্বাচনে ভোটের হার নিয়ে প্রশ্ন তুলেছেন। লিখেছেন, “দুপুর ৩ টের সময় নির্বাচন কমিশনের ওয়েবসাইটে দেখাচ্ছে ভবানীপুরে ৪৮.০৮ শতাংশ ভোট পড়েছে। আর বিকাল ৫ টায় সেই ভোটের হারের হিসেবে দেখানো হচ্ছে ৫৩.৩২ শতাংশ ভোট পড়েছে বলে দেখানো হয়। দু’ঘণ্টার মধ্যে মাত্র ৫.২৪ শতাংশ ভোটের হার বেড়েছে।” মালব্যর আরও অভিযোগ, ভোট শেষের পাঁচ ঘণ্টা পরেও নির্বাচন কমিশন ভোটের হারের সেই সংখ্যা আপডেট করেনি। কেবল টাইম স্ট্যাম্পটি সরিয়ে দিয়েছে।”

আরও পড়ুন: Suvendu Adhikari: ৫০ লাখ মানুষকে ভবানীপুরের জন্য ভাসিয়ে দিয়েছেন মমতা, উদ্ধারে নামুক বিজেপি

Next Article