Calcutta High Court: আদালতে উঠে এলে বেহালার সৌরনীলের প্রসঙ্গ, জাতীয় সড়কে যত্রতত্র কাট আউট, ব্যারিকেড নিয়ে কড়া হাইকোর্ট

Shrabanti Saha | Edited By: শর্মিষ্ঠা চক্রবর্তী

Aug 07, 2023 | 4:18 PM

Calcutta High Court: প্রসঙ্গত, ডালখোলায় জাতীয় সড়ক সম্প্রসারণ সংক্রান্ত মামলায় মামলাকারীর মূল বক্তব্য ছিল, ৩৪ নং জাতীয় সড়ক সম্প্রসারণের কাজ না হওয়ায় বাড়ছে দুর্ঘটনা। 

Calcutta High Court: আদালতে উঠে এলে বেহালার সৌরনীলের প্রসঙ্গ, জাতীয় সড়কে যত্রতত্র কাট আউট, ব্যারিকেড নিয়ে কড়া হাইকোর্ট
হাইকোর্টে উঠে এল সৌরনীলের মৃত্যু প্রসঙ্গ
Image Credit source: TV9 Bangla

Follow Us

কলকাতা: জাতীয় সড়কে যত্রতত্র কাট-আউট নিয়ে কড়া হাইকোর্ট। এইসব অপরিকল্পিত-বেআইনি কাট-আউটের জন্য বাড়ছে পথ দুর্ঘটনা। সোমবার কলকাতা হাইকোর্টের একটি মামলায় মন্তব্য প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানম ও বিচারপতি হিরন্ময় ভট্টাচার্যের ডিভিশন বেঞ্চের। এই ধরনের সমস্ত কাট-আউট অবিলম্বে বন্ধ করার নির্দেশ দেন তিনি। পাশাপাশি নতুন করে যাতে বেআইনি কাট-আউট তৈরি না হয়, সেদিকেও যাতে স্থানীয় প্রশাসন নজর রাখে, তার নির্দেশ দেন।

সোমবার কলকাতা হাইকোর্টে ডালখোলায় জাতীয় সড়ক সম্প্রসারণ সংক্রান্ত একটি মামলার শুনানি ছিল। এই মামলার ক্ষেত্রে এদিন শুনানির সময়ে উঠে আসে বেহালার স্কুলের সামনে পথ দুর্ঘটনায় মৃত্যু ছোট্ট সৌরনীল সরকারের কথাও। বেপরোয়া লরি কীভাবে সাত বছরের ছোট্ট সৌরনীল সরকারে পিষে দিয়েছিল, সে কথা উত্থাপন করেন মামলাকারী। সেই মামলায় প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ মন্তব্য করে, “আমাদের সকলকে আরও অনেক বেশি সচেতন হতে হবে।”

প্রসঙ্গত, ডালখোলায় জাতীয় সড়ক সম্প্রসারণ সংক্রান্ত মামলায় মামলাকারীর মূল বক্তব্য ছিল, ৩৪ নং জাতীয় সড়ক সম্প্রসারণের কাজ না হওয়ায় বাড়ছে দুর্ঘটনা।  মামলাকারীর আইনজীবী কল্যাণ চক্রবর্তী বলেন, বারাসত থেকে আলিপুরদুয়ার পর্যন্ত জাতীয় সড়কে প্রশাসন এক-দু কিলোমিটার অন্তর অন্তর ব্যারিকেড দিচ্ছে। এটা জাতীয় সড়কের ক্ষেত্রে করা যায় না। মামলাকারীর বক্তব্য, সাধারণ মানুষের যাতায়াতের সুবিধার ক্ষেত্রে প্রশাসন যা করছে, তা দুর্ঘটনা বাড়বে। সেক্ষেত্রে জাতীয় সড়কে হয় নীচ থেকে অথবা ওপর দিয়ে যাতায়াতের ব্যবস্থা করা হোক।  তখনই ডিভিশন বেঞ্চ স্পষ্ট করে দেয়, জাতীয় সড়কে ব্যারিকেড দেওয়া যাবে না। সাধারণ মানুষকে আন্ডারপাস ব্যবহারের ক্ষেত্রে উৎসাহিত করার ক্ষেত্রে প্রশাসনকে পরামর্শ দেন বিচারপতি।

ডিভিশন বেঞ্চের বক্তব্য,রাস্তার দু’প্রান্তে একাধিক ক্ষেত্রে অপরিকল্পিত কাট আউট লাগানো হচ্ছে। তার জেরেও দুর্ঘটনা বাড়ছে। সেক্ষেত্রে কাট আউট ব্যবহারের ক্ষেত্রে প্রশাসনের কড়া সতর্কতার প্রয়োজন রয়েছে বলে ডিভিশন বেঞ্চের। ভবিষ্যতে এই ধরনের কাট আউট যাতে ব্যবহার না করা হয়,তাতে প্রশাসনের সতর্কতারও প্রয়োজন রয়েছে বলে আদালত নির্দেশ দেন।

Next Article