Kolkata Airport: ট্রেন লেট তো গা সওয়া, তাই বলে প্লেন লেট! ৫ ঘণ্টা অপেক্ষার পরেও বাতিল, তুমুল বিক্ষোভ কলকাতা বিমানবন্দরে

Ranjit Dhar | Edited By: জয়দীপ দাস

Jul 07, 2024 | 1:17 PM

Kolkata Airport: প্রথমে জানানো হয় রাত আটটা বেজে পাঁচ মিনিটে বিমানটি কলকাতা ছেড়ে ভুবনেশ্বর যাবে। যদিও আচমকা এই ঘোষণাতে বিপাকে পড়েন যাত্রীরা। বাড়তে থাকে উৎকণ্ঠা। তখন থেকেই ধীরে ধীরে বাড়ছিল ক্ষোভ।

Kolkata Airport: ট্রেন লেট তো গা সওয়া, তাই বলে প্লেন লেট! ৫ ঘণ্টা অপেক্ষার পরেও বাতিল, তুমুল বিক্ষোভ কলকাতা বিমানবন্দরে
প্রতীকী ছবি
Image Credit source: TV9 Bangla

Follow Us

কলকাতা: কখনও মদ্যপদের দাপাদাপির অভিযোগ, আবার কখনও আচমকা অসুস্থ যাত্রী, আবার কখনও দফায় দফায় বাতিল বিমান, বিগত কয়েক মাসে লাগাতার এমনই টুকরো টুকরো ছবি দেখা গিয়েছে কলকাতা বিমানবন্দরে। কিন্তু, তাই বলে তিন তিনবার যাত্রা শুরুর ঘোষণা করেও বাতিল বিমান? শনিবার এমনই ছবি দেখা গেল কলকাতা বিমানবন্দরে। তাতেই চরমে উঠল যাত্রীদের ক্ষোভ। ক্ষোভে ফেটে পড়ে একেবারে বিক্ষোভেও সামিল হলেন বেশ কিছু যাত্রী। 

সূত্রের খবর, শনিবার বিকাল ৪টে বেজে ১৫ মিনিটে কলকাতা থেকে ভুবনেশ্বর যাওয়ার কথা ছিল এয়ার ইন্ডিয়া এক্সপ্রেসের একটি বিমানের। যথা সময়ে চলেও এসেছিলেন যাত্রীরা। এয়ারপোর্টের রীতিনীতি, চেকিংয়ের বেড়াজাল পার করে সব তখন সবাই বিমানে ওঠার তোড়জোড় করছেন আর তখনই এল খবরটা। 

ঘোষণা করা হল, নির্ধারিত সময়ে ছাড়বে না বিমানটি। তাহলে ছাড়বে কখন? জানানো হয় রাত আটটা বেজে পাঁচ মিনিটে বিমানটি কলকাতা ছেড়ে ভুবনেশ্বর যাবে। যদিও আচমকা এই ঘোষণাতে বিপাকে পড়েন যাত্রীরা। বাড়তে থাকে উৎকণ্ঠা। তখন থেকেই ধীরে ধীরে বাড়ছিল ক্ষোভ। যদিও পরের নির্ধারিত সময় যত এগিয়ে আসতে থাকে ততই গন্তব্যে যাওয়ার জন্য তাড়া বাড়তে থাকে যাত্রীদের মধ্যে। ফের একবার বিমানে ওঠার মুখে আসে নতুন ঘোষণা। জানানো হয়, রাত ৯টা বেজে ৪০ মিনিটে ছাড়বে বিমানটি। বিরক্ত মুখে আরও প্রায় দেড় ঘণ্টা অপেক্ষা করেন যাত্রীরা। কিন্তু, এখানেই শেষ নয় গল্প। দীর্ঘ অপেক্ষার পরেও শেষ পর্যন্ত জানানো হয় ছাড়বেই না বিমানটি। অর্থাৎ এটি বাতিল করা হয়েছে। তাতেই ক্ষোভে ফেটে পড়েন যাত্রীরা। বিক্ষোভ শুরু হয়ে যায় কলকাতা বিমানবন্দর চত্বরে। যাত্রীদের অভিযোগ, আগাম কিছু না জানিয়ে নিজেদের মতো সিদ্ধান্ত নিয়ে নিচ্ছে সংস্থা। 

Next Article