Metro in Durga Puja: শ্রীভূমি-ত্রিধারা-চেতলার ভিড়কেও হেলায় হারাচ্ছে মেট্রো

Sayanta Bhattacharya | Edited By: জয়দীপ দাস

Oct 20, 2023 | 5:06 PM

Metro in Durga Puja: প্রসঙ্গত, পুজোর দর্শনার্থীদের কথা মাথায় রেখে সপ্তমী থেকেই রাতভর মেট্রো চলবে কলকাতায়। নবমী পর্যন্ত পাওয়া যাবে রাতের পরিষেবা। ইস্ট-ওয়েস্ট মেট্রোতেও পুজোর মূল তিনদিন রাতে পাওয়া যাবে মেট্রো।

Metro in Durga Puja: শ্রীভূমি-ত্রিধারা-চেতলার ভিড়কেও হেলায় হারাচ্ছে মেট্রো
প্রতীকী ছবি
Image Credit source: TV-9 Bangla

Follow Us

কলকাতা: রাত বাড়লেই জনস্রোতে ভাসছে তিলোত্তমা। রোজই তৈরি হচ্ছে নয়া রেকর্ড। এদিকে রাজপথের ভিড় এড়িয়ে মণ্ডপে পৌঁছাতে অনেকেরই ভরসা মেট্রো। সেই মেট্রোতেই এখন কার্যত পা রাখার জায়গাই নেই। দ্বিতীয়া থেকে একটু একটু করে বাড়তে শুরু করেছিল ভিড়। তৃতীয়, চতুর্থীতে তা আরও বাড়ে। পঞ্চমীতেই যেন ভেঙে যায় সব রেকর্ড। সূত্রের খবর, মহা পঞ্চমীর দিন রাতে নর্থ-সাউথ মেট্রো করিডরে যাতায়াত করেছেন ৭ লক্ষ ৯২ হাজার ৬০ জন যাত্রী। 

পঞ্চমীর দিন দিনভর এই শাখায় প্রায় ২৮৮টি মেট্রো চলেছে। ভিড়ের নিরিখে সব স্টেশনে পিছনে ফেলে এগিয়ে রয়েছে দমদম। দমদম থেকে মেট্রো ধরেছেন ৮০ হাজার ৩৬২ জন যাত্রী। সেখানে এসপ্ল্যানেড মেট্রোয় যাত্রীর সংখ্যা ছিল ৬৩ হাজার ১৮৯। একটু পিছিয়ে কালীঘাটে ৬৩ হাজার ৪৭। সেখানে শোভাবাজার সুতানুটিতে যাত্রী সংখ্যা ৫০ হাজার ৩০১। 

প্রসঙ্গত, পুজোর দর্শনার্থীদের কথা মাথায় রেখে সপ্তমী থেকেই রাতভর মেট্রো চলবে কলকাতায়। নবমী পর্যন্ত পাওয়া যাবে রাতের পরিষেবা। ইস্ট-ওয়েস্ট মেট্রোতেও পুজোর মূল তিনদিন রাতে পাওয়া যাবে মেট্রো। পুজোর ভিড় সামাল দিতে কালঘাম ছুটছে মেট্রোর কর্মীদের। সমস্ত অফিসার ও কর্মীদের ছুটি বাতিল হয়েছে। প্রসঙ্গত, পুজোর আগেও শপিংমুখী যাত্রীদের কথা মাথায় রেখে স্পেশ্যাল মেট্রো চলছে কলকাতায়। সেপ্টেম্বরের শেষ থেকে মিলছিল পরিষেবা। অক্টোবরের ১৫ তারিখ পর্যন্ত চলেছে প্রাক পুজো স্পেশ্যাল মেট্রো।

Next Article