AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

21st July: ‘মানুষের সমস্যা যেন না হয়…’, ২১ জুলাই নিয়ে মামলা হাইকোর্টে

21st July: তৃণমূল ক্ষমতায় আসার পর থেকে প্রতি বছর সাড়ম্বরে পালিত হয় ২১ জুলাই। এবারও সেই প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে। জেলায় জেলায় কর্মীদের নিয়ে বৈঠকও করা হচ্ছে।

21st July: 'মানুষের সমস্যা যেন না হয়...', ২১ জুলাই নিয়ে মামলা হাইকোর্টে
ফাইল ছবি
| Edited By: | Updated on: Jul 14, 2025 | 6:46 PM
Share

কলকাতা: ২১ জুলাই-এর সভা নিয়ে এবার মামলা হল কলকাতা হাইকোর্টে। সভায় নিয়ন্ত্রণের আবেদন জানিয়ে মামলা দায়ের করার আবেদন জানানো হয়। অল ইন্ডিয়া ল ইয়ার্স ইউনিয়ন (AILU)-এর তরফ থেকে করা এই মামলার দায়ের করার অনুমতি দিল আদালত।

অভিযোগ, প্রতি বছর ২১ জুলাই দিনটিতে সাধারণ মানুষকে দুর্ভোগের শিকার হতে হয়। মামলায় আবেদন, মানুষের সমস্যা যাতে তৈরি না হয়, সেই ব্যবস্থা করুক পুলিশ। আরও বলা হয়েছে যে, ‘সকলের রাজনৈতিক কর্মসূচি পালন করার স্বাধীনতা আছে, তবে তা মানুষের সমস্যা তৈরি করে নয়। ট্রাফিক নিয়ন্ত্রণ করার সঙ্গে সঙ্গে বিভিন্ন জায়গা থেকে আসা মিছিল নিয়ন্ত্রণ করুক পুলিশ।’

১৯৯৩ সালে, রাজ্যে জ্যোতি বসুর সরকার থাকাকালীন তৎকালীন সিপিএম সরকারের বিরুদ্ধে ছাপ্পা-রিগিংয়ের মতো একাধিক অভিযোগে সরব ছিলেন বিরোধীরা। আর তৎকালীন বিরোধীদের মধ্যে অন্যতম মুখ ছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। তৃণমূল কংগ্রেসের জন্ম তখনও হয়নি, মমতা  তখন যুব কংগ্রেসের সভানেত্রী। সেই সময় আন্দোলনে নেমে পুলিশের গুলিতে ১৩ জন যুব কংগ্রেসের কর্মী সমর্থকের মৃত্যু হয়। তারপর থেকেই তৃণমূল এই দিনটিকে শহিদ দিবস হিসেবে পালন করে। রাজ্যের সব জেলা থেকে কর্মীরা হাজির হন ধর্মতলায়, ২১ জুলাইয়ের সভায় যোগ দিতে।