কলকাতা: দীর্ঘ কয়েক বছরের অপেক্ষার পর অবশেষে প্রাথমিকে শিক্ষক নিয়োগ (Primary Teachers Recruitment) প্রক্রিয়া শুরু হয়েছে। গত কাল থেকে শুরু হয়েছে কাউন্সেলিং। তবে দ্বিতীয় দিনেই ফের প্রশ্নের মুখে নিয়োগ প্রক্রিয়া। প্রাথমিকে ১৬ হাজার ৫০০ শিক্ষক নিয়োগে নিয়ম না মানার পাশাপাশি নিয়োগ প্রক্রিয়ায় অস্বচ্ছতার অভিযোগে ৬ টি মামলা দায়ের হয়েছে কলকাতা হাইকোর্টে (Calcutta High Court)।
সূত্রের খবর, বৃহস্পতিবার এই ৬ টি মামলার আবেদন করা হয় আদালতে। হাইকোর্টের বিচারপতি রাজর্ষি ভরদ্বাজ মামলাগুলি শুনানির জন্য গ্রহণ করেছেন। শুক্রবার সব মামলার শুনানি হবে। সংশ্লিষ্ট মামলাগুলিতে অভিযোগ তোলা হয়েছে, কোনও মেধা তালিকা প্রকাশ না করেই নিয়োগ করার প্রক্রিয়া চলছে। দু’টি ছুটির দিনে প্রাথমিক শিক্ষা সংসদ সাতটি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। যেখানে দেখা যাচ্ছে, মাত্র কয়েক ঘণ্টার মধ্যে নিয়োগের একেকটি ধাপ শেষ করে ফেলেছেন নিয়োগ কর্তারা। এমন বহু নমুনা আছে যেখানে নিয়োগে অস্বচ্ছতার উদাহরণ তাঁদের হাতে আছে বলে আদালতে দাবি করেন আবেদনকারী আইনজীবীরা।
আরও পড়ুন: প্রাথমিকে নিয়োগ: কাউন্সেলিংয়ের প্রথম দিনই বিতর্কে সংসদ, বিক্ষোভে কয়েকশো প্রার্থী
গতকালই গোটা রাজ্যে প্রাথমিক শিক্ষক নিয়োগে কাউন্সেলিং প্রক্রিয়া শুরু করে দিয়েছে প্রাথমিক শিক্ষা সংসদ। যদিও তার মধ্যেই কাউন্সেলিং প্রক্রিয়া নিয়ে অনিয়মের অভিযোগ ওঠা শুরু হয়েছে। মঙ্গলবার রাতেই বিজ্ঞপ্তি প্রকাশ করে জানানো হয়, অফলাইনে কাউন্সেলিং প্রক্রিয়া চালানো হবে। সেই মতো তা রীতিমতো যুদ্ধকালীন তৎপরতায় শুরুও হয়েছে। তবে এরই মধ্যে নতুন করে আদালতে অভিযোগ দায়ের হওয়ায় ফের একবার নিয়োগ প্রক্রিয়া স্লথ হয়ে যাওয়ার আশঙ্কায় ভুগছেন প্রার্থীরা।