কলকাতা: প্রাথমিকে শিক্ষক নিয়োগ দুর্নীতি (Recruitment Scam) মামলায় আরও এক গ্রেফতারি। ওএমআর শিট (OMR Sheet) জালিয়াতির অভিযোগে পার্থ সেন (Partha Sen Arrest) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে সিবিআই (CBI)। কিছুদিন আগেই এই পার্থ সেনের বাড়িতে তল্লাশি চালিয়েছিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। এরপর সোমবার কলকাতায় সিবিআই অফিসে তলব করা হয়েছিল তাঁকে। আজ সিবিআই অফিস থেকেই নিয়োগ মামলায় ওএমআর শিট জালিয়াতির অভিযোগে ওই ব্যক্তিকে গ্রেফতার করেন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার অফিসাররা।
জানা যাচ্ছে, পার্থ সেন নামে ওই ব্যক্তি এস বসু রায় অ্যান্ড কোম্পানি নামে এক সংস্থায় কর্মরত ছিলেন। সেখানে প্রোগ্রামিং-এর কাজ করতেন ওই ব্যক্তি। প্রাথমিকের নিয়োগ সংক্রান্ত ওএমআর শিটে কারচুপির অভিযোগ উঠেছে ওই ব্যক্তির বিরুদ্ধে। সোমবারই ওই ব্যক্তিকে আলিপুর আদালতে পেশ করেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা।
ধৃত পার্থ সেন হাওড়ার বাসিন্দা। আজ যখন এই ব্যক্তিতে জিজ্ঞাসাবাদের জন্য তলব করা হয়েছিল নিজাম প্যালেসে সিবিআই অফিসে, তখন বয়ানে একাধিক অসঙ্গতি মিলেছে বলে খবর। এরপরই তাঁকে গ্রেফতার করে নেয় সিবিআই।
প্রসঙ্গত, নিয়োগ দুর্নীতি মামলায় তেড়েফুঁড়ে তদন্ত চালাচ্ছে দুই কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা – সিবিআই ও ইডি। ইতিমধ্যেই একাধিক গ্রেফতারি হয়েছে। নিয়োগ দুর্নীতি মামলায় রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় থেকে শুরু করে একাধিক শিক্ষাকর্তা গ্রেফতার হয়েছেন। প্রাথমিক শিক্ষা পর্ষদের প্রাক্তন সভাপতি তথা শাসক শিবিরের বিধায়ক মানিক ভট্টাচার্যও এখন জেলবন্দি। এসবের মধ্যেই পুজোর মরশুমে আরও এক বড় পদক্ষেপ কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার। নিজাম প্যালেসে জিজ্ঞাসাবাদের জন্য ডেকে পাঠানো হয়েছিল পার্থ সেনকে। সেখানে উত্তর সন্তোষজনক না হওয়ায় শেষ পর্যন্ত ওই ব্যক্তিকে গ্রেফতার করে নেয় সিবিআই।