Teacher Recruitment Scam: নিয়োগ দুর্নীতিতে জনৈক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ১৫ কোটি টাকা দাবি, ‘কাকু’র কণ্ঠ পরীক্ষা করে চার্জশিটে উল্লেখ CBI-এর

সুজয় পাল | Edited By: অবন্তিকা প্রামাণিক

Feb 26, 2025 | 7:20 PM

Sujaykrishna Bhadra: বেআইনি নিয়োগে 'কালীঘাটের কাকু'-র কাছ থেকে তিনি পনেরো কোটি টাকা দাবি করেছেন। তবে কোন অভিষেক বন্দ্যোপাধ্যায় তার উল্লেখ চার্জশিটে নেই।

Teacher Recruitment Scam: নিয়োগ দুর্নীতিতে জনৈক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ১৫ কোটি টাকা দাবি, কাকুর কণ্ঠ পরীক্ষা করে চার্জশিটে উল্লেখ CBI-এর
কে এই জনৈক অভিষেক বন্দ্যোপাধ্যায়?
Image Credit source: Tv9 Bangla

Follow Us

কলকাতা: নিয়োগ দুর্নীতি মামলায় সুজয়কৃষ্ণ ভদ্রের কণ্ঠস্বর পরীক্ষা নিয়ে কম জলঘোলা হয়নি। পরবর্তীতে সেই সুজয়কৃষ্ণর কণ্ঠস্বরের নমুনা পরীক্ষা করে সিবিআই (CBI)। এরপর তৃতীয় সাপ্লিমেন্টারি চার্জশিট পেশ করে কেন্দ্রীয় এজেন্সি। সেই চার্জশিটে উল্লেখ করা হয়েছে, জনৈক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম। বেআইনি নিয়োগে ‘কালীঘাটের কাকু’-র কাছ থেকে তিনি পনেরো কোটি টাকা দাবি করেছেন বলে অভিযোগ। তবে কোন অভিষেক বন্দ্যোপাধ্যায় তার উল্লেখ চার্জশিটে নেই। এ দিকে, এই ঘটনায় প্রতিক্রিয়া দিয়েছেন ডায়মন্ড হারবারের তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আইনজীবী সঞ্জয় বসু। তিনি বলেছেন, “আমার মক্কেল ইডি-সিবিআই তদন্তে সহযোগিতা করেছেন। এরপরও সিবিআই ভিত্তিহীন অভিযোগ করছে। মরিয়া হয়েই অভিষেকের ভাবমূর্তি নষ্টের চেষ্টা করছে সিবিআই।”

সম্প্রতি, সিবিআই প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলার তৃতীয় সাপ্লিমেন্টারি চার্জশিট দিয়েছে। সেই চার্জশিটের বারো নম্বর পাতার সতেরো দশমিক দশ পয়েন্টে বলা হচ্ছে সুজয় কৃষ্ণ ভদ্রের বাড়িতে শান্তুনু বন্দ্যোপাধ্যায়, কুন্তল ঘোষের বৈঠক হয়। সেখানে কুন্তলের নির্দেশে কথোপকথনের রেকর্ডিং করা হয়। সেই রেকর্ডিং হাতে আসে সিবিআই-এর।

সিবিআই-এর চার্জশিটে এও উল্লেখ রয়েছে, রেকর্ডিংয়ে শোনা যাচ্ছে সুজয়কৃষ্ণ ভদ্র বলছেন, জনৈক অভিষেক বন্দ্যোপাধ্যায় প্রাথমিকে বেআইনি নিয়োগের জন্য ১৫ কোটি টাকা চেয়েছে। তবে সুজয় সেই টাকা তুলতে পারছেন না  বলে শোনা যাচ্ছে সংশ্লিষ্ট অডিয়োতে। এর পাশাপাশি কুন্তল ঘোষ-শান্তনু বন্দ্যোপাধ্যায়রা টার্গেট নেয় আরও দু হাজার চাকরি প্রার্থীর কাছ থেকে ১০০ কোটি টাকা তুলবে বলে।