WB Post Poll Violence: এফআইআর বেড়ে দাঁড়াল ৪০, আরও ২ খুনের মামলা দায়ের করল সিবিআই

TV9 Bangla Digital | Edited By: সৈকত দাস

Sep 22, 2021 | 5:53 PM

CBI has so far registered 40 FIR in post Poll Violence: আর সপ্তাহ খানেকের একটু বেশি বাকি। তার মধ্যেই কলকাতা হাইকোর্টে (Calcutta High Court) ভোট পরবর্তী হিংসা মামলার (Post Poll Violence Case) স্টেটাস রিপোর্ট জমা দিতে হবে সিবিআইকে (CBI)। তার প্রস্তুতিও চলছে জোর কদমে।

WB Post Poll Violence: এফআইআর বেড়ে দাঁড়াল ৪০, আরও ২ খুনের মামলা দায়ের করল সিবিআই
সব মিলিয়ে ৪৩ এফআইআর দায়ের করল সিবিআই। প্রতীকী চিত্র

Follow Us

কলকাতা: আর সপ্তাহ খানেকের একটু বেশি বাকি। তার মধ্যেই কলকাতা হাইকোর্টে (Calcutta High Court) ভোট পরবর্তী হিংসা মামলার (Post Poll Violence Case) স্টেটাস রিপোর্ট জমা দিতে হবে সিবিআইকে (CBI)। তার প্রস্তুতিও চলছে জোর কদমে। এর মধ্যেই বুধবার বাড়ল কেসের সংখ্যা। এদিন ভোট পরবর্তী হিংসার তদন্তে আরো দুটি এফআইআর রুজু করল কেন্দ্রীয় সংস্থা। এর মধ্যে একটি ঝাড়গ্রাম ও অন্যটি দক্ষিণ ২৪ পরগনার নরেন্দ্রপুরের খুনের ঘটনা। ফলে সব মিলিয়ে ভোট পরবর্তী হিংসায় এফআইআর-এর সংখ্যা বেড়ে দাঁড়াল ৪০টি। যার মধ্যে যুক্ত হল নতুন ২টি খুনের মামলাও।

জানা গিয়েছে, ঝাড়গ্রামের ঘটনায় যে এফআইআর দায়ের হয়েছে, সেটি গত ২১ মার্চের ঘটনা। সেদিন একটি চায়ের দোকানে বসে আড্ডা দেওয়ার সময় দুই রাজনৈতিক দলের মধ্যে গন্ডগোল শুরু হয়। তাতে ধারাল অস্ত্র দিয়ে একজনকে আঘাত করা হয়। আশঙ্কাজনক অবস্থায় তাঁকে ঝাড়গ্রাম সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি করা হলেও বাঁচানো যায়নি।

অন্যদিকে নরেন্দ্রপুরের ঘটনাটি ঘটে ভোটের ফল ঘোষণার তিন দিন পর। গত ৫ মে রাজনৈতিক হিংসার বলি হয় আরও এক যুবক। তাঁর স্ত্রীয়ের অভিযোগের প্রেক্ষিতে এই এফআইআর দায়ের করেছে সিবিআই।

এদিনই বর্ধমান শহরের বেলপুকুর এলাকায় তদন্তে আসে চার সদস্যর সিবিআই টিম। তারা এদিন দুপুরে বেলিপুকুর এলাকায় ঘটনাস্থল পরিদর্শন করেন। ভোট পরবর্তী হিংসায় মৃত নাড়ায়ণ চন্দ্র দে-র পরিবারে সঙ্গে ঘটনার বিষয় নিয়ে কথা বলেন। এই সিবিআই টিমের সঙ্গে ছিল বিশাল কেন্দ্রীয় বাহিনী ও বর্ধমান থানার আধিকারিকরা। জানা গিয়েছে, বর্ধমানের ভোটের পরের দিন, ১৮ তারিখ বেলপুকুর এলাকায় রাজনৈতিক সংঘর্ষ হয়। সেদিন স্থানীয় বিজেপি নেতা ও পেশায় টোটো চালক বাড়ি ফেরার সময় সংঘর্ষের মধ্য পড়ে যান। তাতেই গুরুতর ভাবে আহত হন এবং পুলিশ তাঁকেই গ্রেফতার করে নিয়ে যায়। গত ৬ মে বর্ধমান হাসপালে মারা যান নারায়ণবাবু।

উল্লেখ্য, ভোট পরবর্তী হিংসা মামলায় এবার রাজ্য পুলিশের তদন্তকারী অফিসারদের তলব করা শুরু করেছে সিবিআই। সিবিআই সূত্রে খবর, এবার ধাপে ধাপে প্রত্যেকটি কেসের তদন্তকারী রাজ্যের অফিসারদের তলব করা হবে। ভোট পরবর্তী সংশ্লিষ্ট হিংসার মামলার বহু গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া যেতে পারে রাজ্যের তদন্তকারী অফিসারদের কাছেই। যেমন কাদের কাদের গ্রেফতার করা হয়েছিল, কাদের গ্রেফতার করা হয়নি, কেন গ্রেফতার করা হয়নি, কী কী তথ্য প্রমাণ রাজ্য পুলিশের হাতে এসেছিল, তা বিস্তারিত তথ্য রাজ্যের তদন্তকারী আধিকারিকদের কাছ থেকেই জানতে চাইবে সিবিআই।

আরও পড়ুন: Bhabanipur By-Election: ‘আপনার একটা ভোট না পেলে ক্ষতি হয়ে যাবে আমার’, স্নায়ুর চাপে ভুগছেন মমতা?

আরও পড়ুন:  Suvendu Adhikari: ‘ভবানীপুরে পুণ্য কাজে যাব’, নন্দীগ্রামে আশীর্বাদ চাইলেন শুভেন্দু 

Next Article