সওয়া এক ঘণ্টা ধরে জিজ্ঞাসাবাদ চলল ‘শান্তিনিকেতন’-এ
রুজিরা নারুলা (Rujira Narula)কে সিবিআই-এর জিজ্ঞাসাবাদের সময় পরিসর মাত্র সওয়া এক ঘণ্টা। লক্ষ্যণীয়ভাবে অভিষেকের বাড়িতে ঢোকার এক ঘণ্টার মধ্যেই বেরিয়ে গেল সিবিআই-এর সাত সদস্যের দল। তবে কি রুজিরার কাছ থেকে সমস্ত প্রশ্নের উত্তর পেয়ে গেলেন সিবিআই আধিকারিকরা?
বেলা ১২টা থেকে ১. ১০ মিনিট। কয়লা কাণ্ডে (CBI on Coal Smuggling Case) অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) স্ত্রী রুজিরা নারুলা (Rujira Narula)কে সিবিআই-এর জিজ্ঞাসাবাদের সময় পরিসর মাত্র সওয়া এক ঘণ্টা। লক্ষ্যণীয়ভাবে অভিষেকের বাড়িতে ঢোকার এক ঘণ্টার মধ্যেই বেরিয়ে গেল সিবিআই-এর সাত সদস্যের দল। তবে কি রুজিরার কাছ থেকে সমস্ত প্রশ্নের উত্তর পেয়ে গেলেন সিবিআই আধিকারিকরা? না, অভিষেকের বাড়ি থেকে বেরিয়ে যাওয়ার সময় এই প্রশ্নের কোনও স্পষ্ট উত্তর দিলেন না গোয়েন্দারাও। সোমবারই এই ঘটনায় অভিষেকের শ্যালিকা মেনকাকে প্রায় সাড়ে তিন ঘণ্টা জিজ্ঞাসাবাদ করেন গোয়েন্দারা। সেক্ষেত্রে মানেকার উত্তরে যে তাঁরা যে সন্তুষ্ট হননি, সে কথাও জানান গোয়েন্দারা।
Latest Videos