কলকাতা : সিবিআইয়ের ভূমিকা নিয়ে মোটেই খুব একটা খুশি নন কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। বিশেষ করে এসএসসি নিয়োগ দুর্নীতি মামলায় সিবিআই তদন্ত নিয়ে বেশ হতাশ বিচারপতি গঙ্গোপাধ্যায়। মঙ্গলবার তিনি বলেছিলেন, কোনও আশার আলো দেখতে পাচ্ছি না। এরপর বুধবার কলকাতা হাইকোর্টে প্রাইমারি শিক্ষক নিয়োগ মামলা রিপোর্ট জমা দেয় কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা। তদন্তভার হাতে পাওয়ার দুই দিনের মধ্যে রিপোর্ট জমা দেয় তারা। কিন্তু তাতেও ভরসা ফিরছে না বিচারপতির। বুধবারও বিচারপতির গলায় সেই হতাশার সুর ছিল। বলেছেন, “আমার এখনও সন্দেহ আছে সিবিআই কী করবে।”
তবে বিচারপতির ভরসা ফিরে পাওয়ার মরিয়া চেষ্টা করা হয়। আইনজীবী বিল্বদল ভট্টাচার্য বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে বলেন, “ধর্মাবতার, ভরসা রাখুন। আমি বলছি আমরা সঠিক পথে তদন্ত নিয়ে যাব। আমরা আজ এই মামলার প্রাথমিক তদন্ত রিপোর্ট জমা দিচ্ছি। সেই রিপোর্ট দেখলেই বোঝা যাবে, অন্য যে কোনও তদন্তকারী সংস্থার থেকে সিবিআই এগিয়ে।” কিন্তু বিচারপতি তাতেও সন্তুষ্ট নন। আইনজীবীর বক্তব্য শোনার পর বিচারপতি বলেন, “আমি চাই না, আর একটা সারদা হোক।” শুধু তাই নয়, প্রাক্তন সিবিআই কর্তা উপেন বিশ্বাসের সঙ্গে আলোচনা করার কথাও বলেন তিনি। বলেন, “উপেন বিশ্বাসকে প্রশ্ন করুন সিবিআই-এর কী সমস্যা হচ্ছে? নভেম্বরে অর্ডারের পর কোনও কাজ হয়নি। কোনও সিরিয়াস কিছু দেখছি না।”
যদিও আইনজীবী বিল্বদল ভট্টাচার্য বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে আশ্বস্ত করে জানান, “খুব সিরিয়াসভাবেই দেখা হচ্ছে। গতকাল সিবিআই নিয়ে বিচারপতি বলার পর জয়েন্ট ডিরেক্টরের সঙ্গে কথা হয়েছে। তিনি নিজেই ডিটেল নোট নিয়েছেন।” উল্লেখ্য, আদালতকে আইনজীবী বিল্বদল ভট্টাচার্য আরও জানান, সিবিআই সবরকমভাবে চেষ্টা করছে। নতুন জয়েন্ট ডিরেক্টর জয়েন করেছেন। দিল্লি থেকে এক জন জয়েন্ট ডিরেক্টরকে নিয়ে আসা হচ্ছে।
উল্লেখ্য, সাম্প্রতিককালে রাজ্যের একাধিক ঘটনায় সিবিআই তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে কলকাতা হাইকোর্ট থেকে। কিন্তু গতকালই বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় সিবিআইয়ের তদন্ত প্রক্রিয়া নিয়ে হতাশার কথা বলেছেন। তবে প্রাইমারি নিয়োগে সোমবারই তদন্তের নির্দেশ দিয়েছিল আদালত। তার দুই দিনের মধ্যে তদন্তের প্রাথমিক রিপোর্ট জমা দেয় সিবিআই।