কলকাতা: কয়লা কাণ্ডে (CBI On Coal Smuggling Case) নতুন মোড়। তল্লাশির পর লালা ঘনিষ্ঠ স্টিল প্ল্যান্ট ব্যবসায়ী অমিত আগরওয়ালকে সিবিআই নোটিস। আগামী সোমবার নিজাম প্যালেসে সিবিআই দফতরে হাজিরা দিতে বলা হয়েছে।
অমিতের বাড়ি ও অফিসে তল্লাশি চালিয়ে পাঁচটি কম্পিউটারের হার্ডডিস্ক বাজেয়াপ্ত করে সিবিআই। বাজেয়াপ্ত হয়েছে কয়েকটি ল্যাপটপ। সেই হার্ড ডিস্ক ও ল্যাপটপে বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য মিলতে পারে বলে আশা করছে সিবিআই। হার্ডডিস্ক ও ল্যাপটপের ডেটা এক্সট্রেক্ট করার পর সেগুলিকে ফরেনসিক ল্যাবে পাঠানো হবে। অমিতের অফিসের কম্পিউটারেই হিসেব রাখা হত, লালার থেকে কত পরিমাণ কয়লা কত দামে কেনা হত।
উল্লেখ্য, মঙ্গলবারই কয়লাকাণ্ডে (Coal Scam) বিনয় মিশ্রর ভাই বিকাশ মিশ্রকে গ্রেফতার করল ইডি। মঙ্গলবার দিল্লি থেকে তাঁকে গ্রেফতার করা হয়েছে। এর আগে কলকাতায় বেশ কয়েকবার বিকাশকে জিজ্ঞাসাবাদ করে সিবিআই। তাঁর জবাবে খুব একটা সন্তুষ্ট ছিলেন না তদন্তকারীরা। এরইমধ্যে এ দিন দুপুরে দিল্লিতে এক আত্মীয়র বাড়ি থেকে গ্রেফতার তাঁকে গ্রেফতার করা হয়। ৬ দিনের জন্য বিকাশকে ইডির হেফাজতে নেওয়া হয়েছে।
আরও পড়ুন: কলকাতা মেডিক্যাল কলেজের কোভিড ওয়ার্ডে আগুন
কয়লাকাণ্ডে সমান্তরালভাবে তদন্ত চালাচ্ছে সিবিআই ও ইডি। রাজ্য তোলপাড় করে চলছে তল্লাশি। কয়লাকাণ্ডের মূল চাঁই অনুপ মাজি ওরফে লালাকে নাগালে না পেলেও তদন্তে নেমে একাধিক নাম হাতে উঠে আসে তদন্তকারীদের। এরমধ্যে রয়েছেন তৃণমূল নেতা বিনয় মিশ্রের নাম। যদিও এই বিনয় এখন পলাতক। তাঁর বিরুদ্ধে ওপেন ওয়ারেন্ট জারি হয়েছে। রেড কর্নার ঘোষণা শুধু সময়ের অপেক্ষা।