কলকাতা মেডিক্যাল কলেজের কোভিড ওয়ার্ডে আগুন
ফের কলকাতা মেডিক্যাল কলেজ হাসপাতালে (Kolkata Medical College Hospital) আগুন।
কলকাতা: ফের কলকাতা মেডিক্যাল কলেজ হাসপাতালে (Kolkata Medical College Hospital) আগুন। বুধবার সকাল ৮টা নাগাদ মেডিক্যাল কলেজের সুপার স্পেশালিটি বিল্ডিংয়ের চার তলায় আগুন লাগে। খবর পেয়ে ঘটনাস্থলে যায় দমকলের তিনটি ইঞ্জিন। উল্লেখ্য, ওই বিল্ডিংয়েই করোনা রোগীদের চিকিৎসা হয়। আপাতত আগুন নিয়ন্ত্রণে।
জানা গিয়েছে, হাসপাতালের চার তলায় একটি প্লাগ পয়েন্টে প্রথমে আগুনের ফুলকি দেখতে পান কর্মীরা। মুহূর্তেই আগুন ছড়িয়ে পড়ে। প্রাথমিকভাবে হাসপাতাল কর্মীরা আগুন নেভানোর চেষ্টা করেন। ততক্ষণে খবর যায় দমকলেও। ঘটনাস্থলে পৌঁছয় দমকলের তিনটি ইঞ্জিন। কিছুক্ষণের মধ্যেই পরিস্থিতি স্বাভাবিক হয়।
ওই ব্লিডিংয়েই করোনা রোগীরা চিকিৎসাধীন। গোটা ওয়ার্ডের তিনটি তলায় ৩০ জন রোগী রয়েছেন। তবে নির্দিষ্ট ওই ওয়ার্ডে ভর্তি ছিলেন ১০ জন রোগী। আগুনের খবরে আতঙ্ক ছড়িয়ে পড়ে তাঁদের মধ্যে। তাঁদেরকে সরিয়ে নিয়ে যাওয়া হয়। অযথা আতঙ্কিত না হওয়ার জন্য হাসপাতাল কর্মীরা ঘোষণা করতে থাকেন।
আরও পড়ুন: শহরে বিষ-জলপানে মৃত্যু? ভোটের আগে কার স্বার্থে এমন প্রচার, অভিযোগ উড়িয়ে তোপ ফিরহাদের
উল্লেখ্য, গত বছর অক্টোবরে কলকাতা মেডিক্যাল কলেজ হাসপাতালের গ্রিন বিল্ডিংয়ে কোভিড আইসিইউ-তে আগুন লাগে। হাসপাতালের একটি ভেন্টিলেটরের ইনপুট সকেটে ফুলকি দেখা যায়। সেই সময় ভেন্টিলেটর সাপোর্টে রোগীও ছিলেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন পূর্ব বিভাগের ইঞ্জিনিয়াররা। বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে ভেন্টিলেটর মেশিনটিকে বাইরে নিয়ে আসা হয়। তারপর পরিষেবা স্বাভাবিক হয়।