Samik Bhattacharya: ‘আর কতদিন হাতের পুতুল হয়ে থাকবেন?’, মুসলিমদের বার্তা শমীকের
Samik Bhattacharya: রাজ্যের মুসলিম ভোটারদের বার্তা দিলেন শমীক ভট্টাচার্য। ভোটব্যাঙ্ক হয়ে না থাকার কথা বললেন। আয়নার দিকে তাকাতে বললেন। রাজনীতির কারবারি বলছেন, ছাব্বিশের নির্বাচনের আগে শমীকের এই বার্তা যথেষ্ট তাৎপর্যপূর্ণ।

কলকাতা: বছর ঘুরলেই রাজ্যে বিধানসভা নির্বাচন। সেই নির্বাচন ঘিরে রাজনীতির পারদ এখন থেকেই চড়ছে। এই পরিস্থিতিতে মুসলিমদের বিশেষ বার্তা দিলেন রাজ্য বিজেপির মুখপাত্র তথা রাজ্যসভার সাংসদ শমীক ভট্টাচার্য।
এদিন মুসলিমদের উদ্দেশে বার্তা দিয়ে শমীক বলেন, “আপনারা আর কতদিন হাতের পুতুল হয়ে থাকবেন? কতদিন ভোটার হয়ে থাকবেন? কতদিন সংখ্যালঘু হয়ে থাকবেন? এই রাজ্যে আপনারা ৩০ শতাংশের বেশি আছেন। সংখ্যালঘু বলা যায় না। তাই জাতীয় জনজীবনের মূল স্রোতে আসুন। ভোটব্যাঙ্ক হয়ে থাকবেন না। আয়নার দিকে তাকান।”
রাজনীতির কারবারিরা বলেন, ২০১১ সাল থেকে বেশিরভাগ মুসলিম ভোট পায় তৃণমূল। মুসলিম ভোটব্যাঙ্কের কথা তুলে লাগাতার রাজ্যের শাসকদলকে আক্রমণ করে বিজেপি। বিধানসভার বিরোধী দলনেতা তথা নন্দীগ্রামের বিজেপি বিধায়ক শুভেন্দু অধিকারী একাধিকবার বলেছেন, হিন্দুদের ভোটে তিনি জিতেছেন। এমনকি, বিজেপির বিধায়ক-সাংসদরা হিন্দুদের ভোটে জিতেছেন বলেও তিনি মন্তব্য করেন। বিধানসভা নির্বাচনের আগে এই নিয়ে রাজ্য রাজনীতির পারদ ক্রমশ বাড়ছে। এমনকি, বিধানসভার অন্দরেও এই নিয়ে চাপানউতোর তৈরি হয় শাসক ও বিরোধী বিধায়কদের মধ্যে।
এই খবরটিও পড়ুন




এই অবস্থায় রাজ্যের মুসলিম ভোটারদের বার্তা দিলেন শমীক ভট্টাচার্য। ভোট ব্যাঙ্ক হয়ে না থাকার কথা বললেন। আয়নার দিকে তাকাতে বললেন। রাজনীতির কারবারি বলছেন, ছাব্বিশের নির্বাচনের আগে শমীকের এই বার্তা যথেষ্ট তাৎপর্যপূর্ণ। একদিকে, শুভেন্দু যখন হিন্দু ভোটকে বিজেপির দিকে টানার চেষ্টা করছেন, তখন মুসলিমদের নতুন করে ভাবার জন্য বার্তা দিলেন শমীক।





