Tej Pratap Yadav Video: ‘পাল্টু চাচা কই?’, রঙের ‘নেশা’য় নীতীশের বাড়ির সামনে হল্লা লালু পুত্রের!
Viral Video: বিহারের প্রাক্তন মন্ত্রী তেজ প্রতাপ ওই অবস্থাতেই স্কুটার নিয়ে বেরিয়ে পড়েন। পিছনে বসেছিলেন এক যুবক। দেখা যায় মুখ্যমন্ত্রী নীতীশ কুমারের বাড়ির সামনে দিয়ে স্কুটার নিয়ে যাচ্ছেন তেজ প্রতাপ। তখনই তিনি চিৎকার করে জিজ্ঞাসা করেন, "পাল্টু চাচা কোথায়?"

পটনা: “বুরা না মানো, হোলি হ্যায়”। এই মুডেই রয়েছেন লালু পুত্র তেজ প্রতাপ যাদব। হোলির আনন্দে মেতে ঘটালেন নানা কাণ্ড। কখনও পুলিশকে গানের তালে নাচালেন, কখনও আবার বিনা হেলমেটেই স্কুটার নিয়ে শহরে ঘুরে বেড়ালেন। এখানেই থামেননি তিনি। মুখ্যমন্ত্রী নীতীশ কুমারের বাড়ির সামনে গিয়ে চিৎকার করলেন, “পাল্টু চাচা কই?”
সোশ্যাল মিডিয়া জুড়ে চর্চায় লালু প্রসাদ যাদবের বড় ছেলে তেজ প্রতাপ। হোলির দিন স্টেজে বসে এক পুলিশকর্মীকে তিনি নাচার নির্দেশ দিচ্ছিলেন। নাচ না করলে, সাসপোন্ড করে দেওয়ার হুমকিও দেন তিনি। সেই ভিডিয়ো ইতিমধ্য়েই ভাইরাল। এবার তাঁর আরেকটি ভিডিয়ো সামনে এল।
হোলির দিন রংচং মেখে ভূত সকলে। বিহারের প্রাক্তন মন্ত্রী তেজ প্রতাপ ওই অবস্থাতেই স্কুটার নিয়ে বেরিয়ে পড়েন। পিছনে বসেছিলেন এক যুবক। দেখা যায় মুখ্যমন্ত্রী নীতীশ কুমারের বাড়ির সামনে দিয়ে স্কুটার নিয়ে যাচ্ছেন তেজ প্রতাপ। তখনই তিনি চিৎকার করে জিজ্ঞাসা করেন, “পাল্টু চাচা কোথায়?”
Patna, Bihar: RJD leader Tej Pratap Yadav took a scooter ride while celebrating Holi and was also seen riding outside the Chief Minister’s residence pic.twitter.com/9WdPnv2qfU
— IANS (@ians_india) March 15, 2025
প্রসঙ্গত, বিহারের ৯ বারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার তাঁর রাজনৈতিক কেরিয়ারে একাধিকবার জোট বদল করেছেন। কখনও বিজেপি, কখনও কংগ্রেসের সঙ্গে সামিল হয়েছেন। সেই কারণে বিরোধীরা আড়ালে কটাক্ষ করে তাঁকে পাল্টি কুমার বলে। এবার প্রকাশ্যেই সেই কথা বললেন তেজ প্রতাপ।





