Abhishek Banerjee: ছাব্বিশের ভোটের আগে তৃণমূলে বাড়ছে আইপ্যাকের গুরুত্ব, স্পষ্ট বার্তা অভিষেকের
Abhishek Banerjee: এদিন অভিষেকের বক্তব্যে আইপ্যাকের কথা উঠে এল। ভূতুড়ে ভোটার খুঁজতে তৃণমূল নেতা-কর্মীদের আইপ্যাকের কর্মীরা প্রশিক্ষণ দেবেন বলে তিনি জানান। অনলাইনে ভোটার তালিকা-সহ খুঁটিনাটি বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হবে।

কলকাতা: বছর ঘুরলেই রাজ্যে বিধানসভা নির্বাচন। তার আগে তৃণমূলে ফের বাড়ছে ভোটকুশলী সংস্থা আইপ্যাকের গুরুত্ব। শনিবার দলের নেতাদের সঙ্গে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ভার্চুয়াল বৈঠকে সেই বার্তা স্পষ্ট হল। ভূতুড়ে ভোটার খুঁজতে তৃণমূল যখন জেলায় জেলায় কমিটি গড়ছে, তখন অভিষেক জানিয়ে দিলেন, এই নিয়ে তৃণমূল কর্মীদের প্রশিক্ষণ দেবে আইপ্যাক।
উনিশের লোকসভা নির্বাচনে তৃণমূলের ফল তুলনামূলক খারাপ হওয়ার পর আইপ্যাকের সঙ্গে গাঁটছড়া বাঁধে রাজ্যের শাসকদল। একুশের নির্বাচনে তৃণমূল দু’শোর বেশি আসন পাওয়ার পর আইপ্যাকেরও প্রশংসা করেন তৃণমূল নেতৃত্ব। কিন্তু, গত কয়েকমাসে আইপ্যাকের বিরুদ্ধে সরব হন একাধিক তৃণমূল নেতা।
এমনকী, গত বছরের ডিসেম্বরে দলীয় বিধায়কদের নিয়ে বৈঠকে আইপ্যাক নিয়ে অসন্তোষ প্রকাশ করেছিলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। সূত্রের খবর, ওই বৈঠকে তিনি বলেছিলেন, “প্যাক- ফ্যাক বুঝি না। এসব করে আমার কাছে অনেক ভুল তথ্য এসেছে। এবার থেকে আমার কাছে যে তথ্য আসবে তা দিয়েই দল চলবে।” এরপর দলের বর্ষীয়ান নেতা মদন মিত্র বলেছিলেন, “প্যাকের কারণেই মমতা বন্দ্যোপাধ্যায়ের ক্লিন ইমেজে কালি লাগছে।”
এই খবরটিও পড়ুন




কিন্তু, গত ২৭ ফেব্রুয়ারি নেতাজি ইন্ডোরে তৃণমূলের রাজ্য সম্মেলনে আইপ্যাকের প্রশংসা করেন মমতা। তিনি বলেন, “পিকে (প্রশান্ত কিশোর)-র আইপ্যাক এটা নয়। ওরা একটা রাজনৈতিক দল গঠন করেছে। এরা একটা নতুন টিম। এদের সহযোগিতা করতে হবে। এদের নামে উল্টোপাল্টা বলা বন্ধ করুন। কাজটা সবাইকে মিলে করতে হবে।”
তারপরই জল্পনা শুরু হয়, ছাব্বিশের নির্বাচনের আগে কি তৃণমূলে আইপ্যাকের গুরুত্ব ফের বাড়ছে। এদিন অভিষেকের বক্তব্যে সেই আইপ্যাকের কথা উঠে এল। ভূতুড়ে ভোটার খুঁজতে তৃণমূল নেতা-কর্মীদের আইপ্যাকের কর্মীরা প্রশিক্ষণ দেবেন বলে তিনি জানান। অনলাইনে ভোটার তালিকা-সহ খুঁটিনাটি বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হবে।
কিছুদিন আগে মদন মিত্র অভিযোগ করেছিলেন, পদ পাইয়ে দেওয়ার নাম করে টাকা তোলা হয়েছে। এদিন অভিষেক বলেন, তাঁর অফিস ও আইপ্যাকের নাম নিয়ে ব্লক সভাপতি করে দেব বলে টাকা চাওয়ার অভিযোগ পেয়েছেন। এমন হলে একটি নম্বরে ফোন করতে বললেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক।
এদিন গোষ্ঠীকোন্দল নিয়েও বিভিন্ন জেলার নেতাদের সতর্ক করলেন অভিষেক। জানিয়ে দিলেন, পারফরমেন্সের ভিত্তিতেই জেলা ও ব্লক সভাপতি নির্বাচন করা হবে। রাজনীতির কারবারিরা বলছেন, তৃণমূলের সংগঠনে অভিষেকের গুরুত্ব যে বাড়ল, এদিনের বৈঠকে ফের তা স্পষ্ট। একইসঙ্গে ছাব্বিশের নির্বাচনের আগে আইপ্যাকের গুরুত্বও যে বাড়ছে, সেই বার্তাও পৌঁছে গেল তৃণমূল নেতা-কর্মীদের কাছে।





