Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Abhishek Banerjee: ভূতুড়ে ভোটার ধরতে কমিটি গঠনে সময় বেঁধে দিলেন অভিষেক, নতুন পদ তৈরি তৃণমূলে

Abhishek Banerjee: শনিবার অভিষেকের এই ভার্চুয়ালি বৈঠকে প্রায় ৪ হাজার তৃণমূল নেতা যোগ দেন বলে জানা গিয়েছে। সেই বৈঠকেই অভিষেক নির্দেশ দেন, জেলাভিত্তিক কমিটি গড়তে হবে পাঁচ দিনের মধ্যে। আর ২১ থেকে ২৭ মার্চের মধ্যে ব্লক কমিটি গঠনের নির্দেশ দিয়েছেন অভিষেক।

Abhishek Banerjee: ভূতুড়ে ভোটার ধরতে কমিটি গঠনে সময় বেঁধে দিলেন অভিষেক, নতুন পদ তৈরি তৃণমূলে
অভিষেক বন্দ্যোপাধ্যায় (ফাইল ফোটো)Image Credit source: PTI
Follow Us:
| Edited By: | Updated on: Mar 15, 2025 | 5:54 PM

কলকাতা: ছাব্বিশের নির্বাচনের আগে জেলায় জেলায় ভূতুড়ে ভোটার খুঁজে বের করতে তৎপর তৃণমূল। শনিবার তৃণমূলের সব স্তরের নেতাদের সঙ্গে দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ভার্চুয়ালি বৈঠকে সেই তৎপরতার ছবিই ধরা পড়ল। এদিন ভার্চুয়াল বৈঠকে ভূতুড়ে ভোটার খুঁজতে জেলাভিত্তিক কমিটি গঠনের নির্দেশ দিয়েছেন অভিষেক। কমিটি গঠনের জন্য সময়সীমাও বেঁধে দিয়েছেন তিনি।

শনিবার অভিষেকের এই ভার্চুয়ালি বৈঠকে প্রায় ৪ হাজার তৃণমূল নেতা যোগ দেন বলে জানা গিয়েছে। সেই বৈঠকেই অভিষেক নির্দেশ দেন, জেলাভিত্তিক কমিটি গড়তে হবে পাঁচ দিনের মধ্যে। আর ২১ থেকে ২৭ মার্চের মধ্যে ব্লক কমিটি গঠনের নির্দেশ দিয়েছেন অভিষেক। ব্লক কমিটির সভাপতিকে স্ক্রুটিনির দায়িত্ব নিতে হবে না। ভূতুড়ে ভোটার খুঁজতে তৃণমূলের ব্লক স্তরে ‘ব্লক ইলেক্টোরাল রোল সুপার ভাইজার’ নামে পদও তৈরি করছে তৃণমূল।

জানা গিয়েছে, এদিন দলের নেতাদের সঙ্গে বৈঠকে অভিষেক বলেন, “আমাদের অবস্থান কমিশনে জানানো হয়েছে। আমরা ভূতুড়ে ভোটারের বিষয় ধরে ফেলেছি বলে গায়ে খুব জ্বালা।” বিজেপি ক্ষমতায় আসার পর কমিশনের ভূমিকা নিন্দাজনক বলেও তিনি মন্তব্য করেন। দিল্লিতে কারচুপি করে বিজেপি জিতেছে বলে এদিন সরব হন অভিষেক। একইসঙ্গে তাঁর অভিযোগ, পরিযায়ী শ্রমিকদের ভোট দিতে না দেওয়ার চক্রান্ত করছে বিজেপি।

এই খবরটিও পড়ুন

গত ২৭ ফেব্রুয়ারি নেতাজি ইন্ডোরে তৃণমূলের রাজ্য সম্মেলনে মমতা বন্দ্যোপাধ্যায় ভূতুড়ে ভোটার নিয়ে সরব হয়েছিলেন। একই এপিক নম্বরের দুই রাজ্যে ভোটার কার্ড রয়েছে বলে আক্রমণ শানিয়েছিলেন। তারপর ভূতুড়ে ভোটার ধরতে একটি কমিটিও গড়ে দেন তিনি। কয়েকদিন পর তৃণমূলের রাজ্য সভাপতি সুব্রত বক্সীর নেতৃত্বে ওই কমিটি বৈঠকে বসেছিলেন। বৈঠকে অবশ্য ছিলেন না অভিষেক। ওই বৈঠক থেকেই ভূতুড়ে ভোটার ধরতে জেলায় জেলায় কোর কমিটি গঠনের নির্দেশ দেন সুব্রত বক্সী। এদিন ভার্চুয়ালি বৈঠকে অভিষেক বলেন, পাঁচটি জেলা ছাড়া কমিটি গঠন করা হয়নি। তিনি স্পষ্ট করে দেন, ভূতুড়ে ভোটার ধরতে জেলাভিত্তিক কমিটি গঠনে গড়িমসি করা যাবে না। দ্রুত কমিটি গড়তে হবে।