RG Kar: সুপ্রিম কোর্ট বলেছিল ‘সন্দেহজনক’, সেই অ্যাসিসট্যান্ট সুপারকে জিজ্ঞাসাবাদ সিবিআইয়ের

Supriyo Guha | Edited By: সায়নী জোয়ারদার

Aug 30, 2024 | 6:56 PM

RG kar Death Case: সূত্র মারফত জানা গিয়েছে, মহিলা অ্যাসিসট্যান্ট সুপারের দাবি অনুযায়ী, ঘাবড়ে গিয়ে সুইসাইড বার্তা দিয়েছিলেন তিনি। কিন্তু প্রশ্ন উঠছে, সত্যিই কি তিনি ঘাবড়ে গিয়ে আত্মহত্যার কথা বলেছিলেন নাকি ঘটনাটি আত্মহত্যার মোড়ক দেওয়ার জন্য কেউ তাঁকে নির্দেশ দিয়েছিলেন?

RG Kar: সুপ্রিম কোর্ট বলেছিল সন্দেহজনক, সেই অ্যাসিসট্যান্ট সুপারকে জিজ্ঞাসাবাদ সিবিআইয়ের
সিজিও কমপ্লেক্সে কড়া নিরাপত্তা।
Image Credit source: TV9 Bangla

Follow Us

কলকাতা: আরজি করের অ্যাসিসট্যান্ট সুপারকে জিজ্ঞাসাবাদ করল সিবিআই। অভিযোগ, নিহত ছাত্রীর পরিবারকে ফোন করে প্রথমে অসুস্থতা ও পরে আত্মহত্যার তথ্য দেন আরজিকরের তৎকালীন অ্যাসিস্ট্যান্ট সুপারই। এবার তিনি কেন্দ্রীয় এজেন্সির জিজ্ঞাসাবাদের মুখে। সুপ্রিম কোর্টে উঠেছিল আরজি করের মহিলা অ্যাসিসট্যান্ট সুপারের কথা। সে প্রসঙ্গ উঠতে বিচারপতি জেবি পর্দিওয়ালা বলেছিলেন, “তাঁর আচরণ অত্যন্ত সন্দেহজনক।”

আরও খবর পড়তে ডাউনলোড করুন Tv9 বাংলা অ্যাপ (Android/ iOs)

এরইমধ্যে তিনটি অডিয়ো ভাইরাল হয় (অডিয়োর সত্যতা টিভিনাইন বাংলা যাচাই করেনি)। সেই অডিয়ো নিয়ে রীতিমত শোরগোল শুরু হয়েছে। যিনি পরিবারকে ফোন করেছিলেন, তিনি একজন মহিলা। নিজেকে অ্যাসিসট্যান্ট সুপার বলেও দাবি করেন। তবে যিনি অ্যাসিসট্যান্ট সুপার,  তাঁকে জিজ্ঞাসাবাদ করেছে সিবিআই। কী দাবি তাঁর? সিবিআই সূত্রের খবর, সেদিন দেহ উদ্ধার হওয়ার পর সেখানে অনেক ছাত্র -ছাত্রী এবং আধিকারিক ছিলেন। চেস্ট মেডিসিন বিভাগের প্রধান তাঁকে ছাত্রীর বাড়িতে ফোন করে খবর দিতে বলেন।

এই খবরটিও পড়ুন

সূত্রের দাবি, বাড়িতে যেহেতু বয়স্ক লোক আছেন, তাই তাঁরা যাতে বিচলিত না হয়ে পড়েন, উদ্বিগ্ন না হয়ে পড়েন, তাই অসুস্থতার কথা বলতে বলা হয় বলেই দাবি করেছেন তিনি। সিবিআইয়ের কাছে মহিলার আরও দাবি, অল্প সময়ের ব্যবধানে তিনি দু’বার ফোন করে অসুস্থতার কথা বলেন। কিন্তু সময় অনেকটা কেটে গেলেও পরিবার না পৌঁছনোয় আবারও তিনি ফোন করেন পরিবারকে।

সূত্র মারফত জানা গিয়েছে, মহিলা অ্যাসিসট্যান্ট সুপারের দাবি অনুযায়ী, ঘাবড়ে গিয়ে সুইসাইড বার্তা দিয়েছিলেন তিনি। কিন্তু প্রশ্ন উঠছে, সত্যিই কি তিনি ঘাবড়ে গিয়ে আত্মহত্যার কথা বলেছিলেন নাকি ঘটনাটি আত্মহত্যার মোড়ক দেওয়ার জন্য কেউ তাঁকে নির্দেশ দিয়েছিলেন? সুপ্রিম কোর্ট বলেছিল, অত্যন্ত সন্দেহজনক তাঁর ভূমিকা। সিবিআইও তাঁকে স্ক্যানারেই রাখছে বলে খবর।

Next Article