কলকাতা: নিয়োগ দুর্নীতি মামলার তদন্তে এবার ডাকা হল প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের (Partha Chatterjee) বাড়ির রান্নার লোক, কাজের লোক-সহ পাঁচজন পরিচারককে। বুধবার নিজাম প্যালেসে ডেকে তাঁদের জিজ্ঞাসাবাদ করেছে সিবিআই (CBI)। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকরা ওই পাঁচজনের বয়ানও রেকর্ড করেছেন বলে জানা গিয়েছে। সূত্রের খবর, পার্থ চট্টোপাধ্যায়ের বাড়িতে কাদের কাদের যাতায়াত ছিল, সেই সংক্রান্ত বিষয়ে তাঁদের থেকে জানতে চাওয়া হয়েছে। এর পাশাপাশি রাঁধুনি বা পরিচারকদের হাতে কেউ কখনও টাকা দিয়েছেন কি না, যদি দেওয়া হয়, তাহলে কে বা কারা দিয়েছেন, সেই সংক্রান্ত বিষয়েও জানতে চাওয়া হয়েছে বলে খবর। কখনও কোনও লিস্ট তাঁদের হাতে কেউ দিয়েছেন কি না তাও জানতে চাওয়া হয়েছে বলে সূত্র মারফত জানা গিয়েছে।
উল্লেখ্য, এদিন বেলা প্রায় ১১টা নাগাদ সিবিআই অফিসে ডেকে পাঠানো হয়েছিল পার্থর বাড়ির রাঁধুনি, কাজের লোক সহ পাঁচ পরিচারককে। নিজাম প্য়ালেসে সিবিআই অফিসাররা কয়েক ঘণ্টা ধরে তাঁদের বিভিন্ন বিষয় নিয়ে প্রশ্ন করেন। পার্থ চট্টোপাধ্যায় রাজ্যের একজন হেভিওয়েট নেতা এবং মন্ত্রী হওয়ার সুবাদে অনেকেরই যাতায়াত ছিল তাঁর বাড়িতে। তিনি এককালে রাজ্যের শিক্ষামন্ত্রীর ভূমিকাতেও ছিলেন। সেই সময় তাঁর বাড়িতে কাদের যাতায়াত ছিল, কাদের যাতায়াত বেশি চলত, সেই সব বিষয়ে তাঁদের প্রশ্ন করা হয়েছে বলে সূত্রের খবর। সিবিআইয়ের কাছে এই সংক্রান্ত যা হোমওয়ার্ক রয়েছে, যা তথ্য রয়েছে, তার সঙ্গে পার্থর বাড়ির রাঁধুনি বা পরিচারকদের দেওয়া তথ্যের কতটা মিল থাকছে, সেই সব বিষয়গুলি খতিয়ে দেখা হচ্ছে বলে সূত্রের খবর।
প্রসঙ্গত, পার্থ চট্টোপাধ্যায়ের ঘনিষ্ঠ অর্পিতা মুখোপাধ্যায়ের দুটি ফ্ল্যাট থেকে দুই দফায় কোটি কোটি টাকা উদ্ধার করেছিলেন এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের আধিকারিকরা। উভয়ের নামে বেশ কিছু যৌথ সম্পত্তির খোঁজও ইতিমধ্যেই পাওয়া গিয়েছে, যা ইঙ্গিত করে তাঁদের মধ্যে অনেক আগে থেকেই যোগাযোগ রয়েছে। সেই অর্পিতা মুখোপাধ্যায় কখনও পার্থর বাড়িতে আসতেন কি না, বা নিয়োগ দুর্নীতির মামলায় গ্রেফতার মানিক ভট্টাচার্য কখনও পার্থর বাড়িতে গিয়েছিলেন কি না, সেই সব বিষয়ে সিবিআই গোয়েন্দারা আরও স্পষ্ট ধারণা পাওয়ার চেষ্টা করছেন বলেই মনে করছে ওয়াকিবহাল মহল।