Weather Update: এক ধাক্কায় পারদ নামল অনেকটাই, পাহাড়ে তুষারপাত, বছরের শুরুতে কি হাড় কাঁপবে বাংলার?

TV9 Bangla Digital | Edited By: সঞ্জয় পাইকার

Dec 29, 2022 | 8:16 PM

Weather Update: বাইশের শীতের একুশে আইন। বছর শেষে তাপমাত্রার খামখেয়ালি ওঠাপড়া।

1 / 6
বাইশের শীতের একুশে আইন। বছর শেষে তাপমাত্রার খামখেয়ালি ওঠাপড়া। পরপর ৩ দিন ২০ ডিগ্রি পেরিয়ে আজ একধাক্কায় ৬ ডিগ্রি পারদপতন শহর কলকাতায়।

বাইশের শীতের একুশে আইন। বছর শেষে তাপমাত্রার খামখেয়ালি ওঠাপড়া। পরপর ৩ দিন ২০ ডিগ্রি পেরিয়ে আজ একধাক্কায় ৬ ডিগ্রি পারদপতন শহর কলকাতায়।

2 / 6
১৪ ডিগ্রি ছুঁয়ে ঠান্ডা ফিরল শহরে। পশ্চিমী ঝঞ্ঝার জেরে উত্তরবঙ্গে ঝিরঝিরে বৃষ্টি। আরও উচ্চতায় তুষারপাতের সম্ভাবনা।

১৪ ডিগ্রি ছুঁয়ে ঠান্ডা ফিরল শহরে। পশ্চিমী ঝঞ্ঝার জেরে উত্তরবঙ্গে ঝিরঝিরে বৃষ্টি। আরও উচ্চতায় তুষারপাতের সম্ভাবনা।

3 / 6
অবশেষে জোরদার উত্তুরে হাওয়া। শীত ফিরল দক্ষিণবঙ্গে। একদিনে ৬ ডিগ্রি পারদপতন কলকাতায়।

অবশেষে জোরদার উত্তুরে হাওয়া। শীত ফিরল দক্ষিণবঙ্গে। একদিনে ৬ ডিগ্রি পারদপতন কলকাতায়।

4 / 6
আলিপুরে তাপমাত্রা নামল ১৪.৪ ডিগ্রি সেলসিয়াসে। স্বাভাবিকের চেয়ে এক ডিগ্রি বেশি। আপাতত ১৪-১৫ ডিগ্রির আশপাশেই থাকবে কলকাতার পারদ। গতকাল সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২০.৬ ডিগ্রি সেলসিয়াস।

আলিপুরে তাপমাত্রা নামল ১৪.৪ ডিগ্রি সেলসিয়াসে। স্বাভাবিকের চেয়ে এক ডিগ্রি বেশি। আপাতত ১৪-১৫ ডিগ্রির আশপাশেই থাকবে কলকাতার পারদ। গতকাল সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২০.৬ ডিগ্রি সেলসিয়াস।

5 / 6
এখনই জাঁকিয়ে শীতের আশা নেই। কারণ পশ্চিমী ঝঞ্ঝার গেরোয় বর্ষশেষে ফের বাড়তে পারে তাপমাত্রা

এখনই জাঁকিয়ে শীতের আশা নেই। কারণ পশ্চিমী ঝঞ্ঝার গেরোয় বর্ষশেষে ফের বাড়তে পারে তাপমাত্রা

6 / 6
আগামী দু তিন দিনে সান্দাকফু-সহ পাহাড়ের উচু এলাকায় তুষারপাতের সম্ভাবনা। উত্তরবঙ্গে পশ্চিমী ঝঞ্ঝার প্রভাব পড়া শুরু। সিকিম, দার্জিলিংয়ের উঁচু পাহাড়ে তুষারপাত। দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পঙে হাল্কা বৃষ্টি।

আগামী দু তিন দিনে সান্দাকফু-সহ পাহাড়ের উচু এলাকায় তুষারপাতের সম্ভাবনা। উত্তরবঙ্গে পশ্চিমী ঝঞ্ঝার প্রভাব পড়া শুরু। সিকিম, দার্জিলিংয়ের উঁচু পাহাড়ে তুষারপাত। দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পঙে হাল্কা বৃষ্টি।

Next Photo Gallery