CBI Raid: কলকাতার ব্যবসায়ীর বাড়িতে সিবিআই হানা, নিরাপত্তারক্ষীরা বললেন ‘উনি মহুয়া মৈত্রের বাবা’

Supriyo Guha | Edited By: তন্নিষ্ঠা ভাণ্ডারী

Mar 23, 2024 | 12:23 PM

Mahua Moitra: দুর্নীতি দমন শাখা লোকপালের নির্দেশে তদন্ত শুরু করেছে সিবিআই। টাকার বিনিময়ে সংসদে প্রশ্ন করার যে অভিযোগ মহুয়া মৈত্রের বিরুদ্ধে উঠেছে, সেই ঘটনায় সিবিআই তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে। আগামী ছয় মাসের মধ্যে সিবিআই-কে তদন্তের রিপোর্ট জমা দিতে বলা হয়েছে।

CBI Raid: কলকাতার ব্যবসায়ীর বাড়িতে সিবিআই হানা, নিরাপত্তারক্ষীরা বললেন উনি মহুয়া মৈত্রের বাবা
কলকাতায় সিবিআই তল্লাশি

Follow Us

কলকাতা: ভোটের মুখে ফের অ্য়াকশনে সিবিআই। শনিবার সকাল থেকে কলকাতার একটি আবাসনে তল্লাশি চালাচ্ছে কেন্দ্রীয় সংস্থা। প্রায় ৮ থেকে ১০ জন অফিসার রয়েছেন সেখানে। সূত্রের খবর, যে ফ্ল্যাটে এই তল্লাশি চালানো হচ্ছে, সেটি পেশায় ব্যবসায়ী ডি এল মৈত্র নামে এক ব্যক্তির। কেন্দ্রীয় বাহিনী দিয়ে ঘিরে ফেলা হয়েছে গোটা আবাসন। সিবিআই অফিসারদের হাতে দেখা গিয়েছে প্রিন্টার। বিশেষ কোনও নথির খোঁজে তদন্তকারীররা ওই বাড়িতে গিয়েছেন বলে সূত্রের খবর।

এদিন তল্লাশি চলাকালীন ওই আবাসনের নিরাপত্তা রক্ষীকে প্রশ্ন করা হলে, তিনি জানান ডি এল মৈত্র যে ফ্ল্যাটে থাকেন, সেখানেই তল্লাশি চালানো হচ্ছে। কে এই ডি এল মৈত্র? এই প্রশ্নের উত্তরে নিরাপত্তা রক্ষী জানান, উনি মহুয়া মৈত্রের বাবা। এছাড়া তল্লাশি চলাকালীন এই মহিলাকে গাড়িতে চেপে এসে ওই ফ্ল্যাটে প্রবেশ করতে দেখা যায়। গাড়ির চালককে প্রশ্ন করা হলে তিনি জানান, যে মহিলা আবাসনে প্রবেশ করলেন তাঁর নাম মঞ্জু মৈত্র। প্রশ্ন করলে তিনি জানান, মঞ্জু মৈত্র হলেন মহুয়া মৈত্রের মা। তবে মহুয়া মৈত্র এই ফ্ল্যাটে নেই।

কৃষ্ণনগরের প্রাক্তন সাংসদ তথা লোকসভা নির্বাচনে তৃণমূলের প্রার্থীর বিরুদ্ধে তদন্ত করছে সিবিআই। এদিনের এই তল্লাশির সঙ্গে তার যোগ থাকতে পারে বলে সূত্রের খবর। গত মঙ্গলবারই লোকপালের তরফে তদন্তের নির্দেশ দেওয়া হয় সিবিআই-কে। লোকপালের রিপোর্টে বলা হয়েছে, মহুয়া মৈত্রের বিরুদ্ধে যে সব অভিযোগ উঠেছে তার স্বপক্ষে প্রমাণ পাওয়া গিয়েছে।

Next Article