ED Raid: ১৪ ঘণ্টার তল্লাশি, ভোটের মুখে বাংলার আরও এক শাসকমন্ত্রীর বাড়ি থেকে উদ্ধার টাকার পাহাড়!

সুজয় পাল | Edited By: শর্মিষ্ঠা চক্রবর্তী

Mar 23, 2024 | 10:30 AM

Chandranath Sinha: প্রসঙ্গত, নিয়োগ দুর্নীতিকাণ্ডে গ্রেফতার কুন্তল ঘোষের সূত্রেই মন্ত্রী চন্দ্রনাথ সিনহার নাম উঠে এসেছে। কুন্তলের বাড়িতে তল্লাশি চালিয়ে আধিকারিকরা ১০০ জন চাকরিপ্রার্থীর একটি তালিকা পেয়েছিলেন।

ED Raid: ১৪ ঘণ্টার তল্লাশি, ভোটের মুখে বাংলার আরও এক শাসকমন্ত্রীর বাড়ি থেকে উদ্ধার টাকার পাহাড়!
মন্ত্রী চন্দ্রনাথ সিনহার বাড়ি থেকে বেরোলেন আধিকারিকরা
Image Credit source: TV9 Bangla

Follow Us

কলকাতা: নিয়োগ দুর্নীতির তদন্তে ক্ষুদ্র ও কুটির শিল্পমন্ত্রী চন্দ্রনাথ সিনহার বাড়িতে ১৪ ঘণ্টার তল্লাশি অভিযান ইডির। মন্ত্রীর বাড়ি থেকে উদ্ধার হয় ৪১ লক্ষ টাকা। এর আগে নিয়োগ দুর্নীতিতে শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের বান্ধবী অর্পিতা মুখোপাধ্যায়ের বাড়ি থেকে উদ্ধার হয় টাকার পাহাড়। তারপর এই মামলায় এই বিপুল পরিমাণ টাকা উদ্ধার করা হয়। মন্ত্রীর বীরভূমের বাড়িতে তল্লাশি চালিয়ে এই টাকা উদ্ধার করেন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকরা। মন্ত্রীর মোবাইলটিকে বাজেয়াপ্ত করা হয়েছে। সেই মোবাইলটিকে পরীক্ষার জন্য CFSL-এ পাঠানো হয়েছে।

প্রসঙ্গত, নিয়োগ দুর্নীতিকাণ্ডে গ্রেফতার কুন্তল ঘোষের সূত্রেই মন্ত্রী চন্দ্রনাথ সিনহার নাম উঠে এসেছে। কুন্তলের বাড়িতে তল্লাশি চালিয়ে আধিকারিকরা ১০০ জন চাকরিপ্রার্থীর একটি তালিকা পেয়েছিলেন। সেই তালিকার ভিত্তিতে পৃথকভাবে কুন্তলকে জেরা করে ইডি ও সিবিআই। ইডি-র দাবি, কুন্তলের মুখেই চন্দ্রনাথ সিনহার নাম উঠে আসে।

তদন্তকারীরা জানতে পেরেছেন, মন্ত্রী কুন্তল ঘোষের এজেন্ট হিসাবে কাজ করতেন। বিভিন্ন জায়গা থেকে চাকরিপ্রার্থীদের নাম কুন্তলের কাছে পাঠানো হত। তবে সেই চাকরিপ্রার্থীদের নাম পাঠানোর ক্ষেত্রে কোনও আর্থিক লেনদেনের বিষয় ছিল কিনা, সেই বিষয়টি খতিয়ে দেখছেন তদন্তকারীরা। কেবল টাকা নয়, মন্ত্রীর বাড়ি থেকে তল্লাশি প্রাথমিক নিয়োগ সংক্রান্ত একাধিক নথিও উদ্ধার করেছেন তদন্তকারীরা। প্রসঙ্গত, আগেই হাইকোর্টে এজেন্সির তরফ থেকে নিয়োগ দুর্নীতি সংক্রান্ত যে রিপোর্ট জমা দেওয়া হয়েছিল, তাতে নাম ছিল মন্ত্রীর নাম চন্দ্রনাথ সিনহার।

Next Article