Anis Khan Death Case: ‘CBI নয় সিটই তদন্ত করবে’, আনিস মৃত্যু মামলায় নির্দেশ হাইকোর্টের

Shrabanti Saha | Edited By: অবন্তিকা প্রামাণিক

Dec 12, 2023 | 12:18 PM

Anis Khan Death Case: ছাত্র নেতা আনিস খানের রহস্য মৃত্যুতে প্রথম থেকেই সিবিআই তদন্তের দাবি তুলেছিল তাঁর পরিবার। তাদের অভিযোগ, সিআইডির তদন্তে ত্রুটি রয়েছে। এই মর্মে প্রথমে নিম্ন আদালতে পিটিশন ফাইল করে আনিস খানের পরিবার। কিন্তু নিম্ন আদালতে সেই আবেদন খারিজ হয়ে যায়।

Anis Khan Death Case: CBI নয় সিটই তদন্ত করবে, আনিস মৃত্যু মামলায় নির্দেশ হাইকোর্টের
হাইকোর্টের দ্বারস্থ আনিসের পরিবার
Image Credit source: TV9 Bangla

Follow Us

কলকাতা: আনিস খান মামলায় নিম্ন আদালতের বিচারপ্রক্রিয়া ওপর অন্তর্বর্তীকালীন স্থগিতাদের জারি করল না কলকাতা হাইকোর্ট। প্রধান বিচারপতি টি এস শিবজ্ঞানমের ডিভিশন বেঞ্চ নির্দেশ দিয়েছে, নিম্ন আদালতেই বিচার প্রক্রিয়া চলবে। এই মুহূর্তে সিবিআই তদন্ত নয়। সিটের উপরই আস্থা রাখল আদালত।

ছাত্র নেতা আনিস খানের রহস্য মৃত্যুতে প্রথম থেকেই সিবিআই তদন্তের দাবি তুলেছিল তাঁর পরিবার। তাদের অভিযোগ, সিআইডির তদন্তে ত্রুটি রয়েছে। এই মর্মে প্রথমে নিম্ন আদালতে পিটিশন ফাইল করে আনিস খানের পরিবার। কিন্তু নিম্ন আদালতে সেই আবেদন খারিজ হয়ে যায়।

প্রসঙ্গত, ২০২২ সালের ১৮ ফেব্রুয়ারি হাওড়ায় নিজের বাড়ির ছাদ থেকে পড়ে গিয়েছে রহস্যজনকভাবে মৃত্যু হয় ছাত্রনেতা আনিস খানের। এই ঘটনায় আঙুল ওঠে পুলিশের বিরুদ্ধেও। রাজ্য সরকারের তরফে সিট গঠন করে তদন্ত শুরু করা হলেও সিবিআই তদন্তের দাবি জানায় পরিবার। এরপর হাইকোর্টের দ্বারস্থ হয় মৃত ছাত্রনেতার পরিবার। তবে হাইকোর্টের বিচারপতি রাজাশেখর মান্থার একক বেঞ্চ সিবিআই তদন্তের আর্জি খারিজ করে দিয়েছিল। রাজ্যের তদন্তকারী সংস্থার উপরেই আস্থা রেখেছিল আদালত। হাইকোর্টের এই রায় পুনর্বিবেচনার আর্জি নিয়ে ফের একক বেঞ্চের দৃষ্টি আকর্ষণ করেছিল পরিবার।

Next Article