Kolkata Airport: কাউন্টারে টিকিট দেখাতেই গ্রেফতার যাত্রী, শোরগোল কলকাতা বিমানবন্দরে

Ranjit Dhar | Edited By: অবন্তিকা প্রামাণিক

Dec 12, 2023 | 11:50 AM

Netaji Subhash Chandra Bose International Airport: জানা গিয়েছে, অভিযুক্তের নাম লাল মাল সাউমা। তিনি আইজলের বাসিন্দা। সোমবার সন্ধ্যায় কলকাতা থেকে আইজল যাচ্ছিলেন তিনি। বিমানবন্দরে গিয়ে তিনি বেসরকারি বিমান সংস্থার কাউন্টারে গিয়ে টিকিট দেখান। সেই টিকিট দেখেই সন্দেহ হয় কর্তৃপক্ষ।

Kolkata Airport: কাউন্টারে টিকিট দেখাতেই গ্রেফতার যাত্রী, শোরগোল কলকাতা বিমানবন্দরে
ফাইল চিত্র
Image Credit source: Twitter

Follow Us

কলকাতা: কলকাতা বিমানবন্দরে গ্রেফতার যাত্রী। জানা গিয়েছে, ভুয়ো টিকিট এনে কলকাতা থেকে আইজল যাওয়ার অভিযোগ উঠেছিল তাঁর বিরুদ্ধে। তবে বেসরকারি ওই বিমান সংস্থার কর্মীদের সন্দেহ হয়। তারপরই হাতেনাত গ্রেফতার হয় অভিযুক্ত।

জানা গিয়েছে, অভিযুক্তের নাম লাল মাল সাউমা। তিনি আইজলের বাসিন্দা। সোমবার সন্ধ্যায় কলকাতা থেকে আইজল যাচ্ছিলেন তিনি। বিমানবন্দরে গিয়ে তিনি বেসরকারি বিমান সংস্থার কাউন্টারে গিয়ে টিকিট দেখান। সেই টিকিট দেখেই সন্দেহ হয় কর্তৃপক্ষ। তাঁরা বিষয়টি সিআইএসএফ-কে জানায়। পরবর্তীতে সিআইএসএফ আধিকারিকরা এনএসসিবিআই থানার হাতে তুলে দেয় ওই যাত্রীকে। তারপর ওই ব্যক্তিকে গ্রেফতার করে পুলিশ।

অভিযুক্তকে পুলিশ জেরা করে জানতে পেরেছে, পনেরো দিন আগে আইজল থেকে কলকাতায় এসেছিলেন লাল মাল সাউমা। এখানের একটি রেস্তোঁরায় কাজে যোগ দিয়েছিলেন তিনি। তবে তিনি আইজল ফিরে যাবেন বলে ঠিক করেন। অভিযোগ, ফিরে যাওয়ার নতুন কোনও টিকিট তিনি কাটেননি। যে টিকিটে আইজল থেকে কলকাতায় এসেছিলেন, সেই টিকিটেই মোবাইলের সাহায্যে তারিখ পরিবর্তন করে আইজল যাওয়ার চেষ্টা করেন। তবে তাঁকে জেরা করে পুলিশ এও জানতে পেরেছে, তাঁর কাছে টাকা না থাকার জন্য এই কাজ করতে বাধ্য হয়েছেন। গোটা বিষয়টি খতিয়ে দেখছে পুলিশ। আজ তাঁকে পেশ করা হবে ব্যারাকপুর আদালতে।

Next Article