SSC: TV9 বাংলার খবরের জের, স্ত্রীর চাকরি নিয়ে বড় ফ্যাসাদে পড়লেন এসএসসি-র এক কর্তা

সুমন মহাপাত্র | Edited By: শর্মিষ্ঠা চক্রবর্তী

Dec 12, 2023 | 12:04 PM

SSC: যোগ্যদের পথে বসিয়ে চাকরি ‘চুরি’ করেছেন শিক্ষাকর্তারা। রাজপথে চাকরিপ্রার্থীর বসে রয়েছে ১০০২ দিন। তার মধ্যেই এসএসসি-র উপদেষ্টা কমিটির সদস্য বাঁকুড়ার শেখ সিরাজউদ্দিনের বিরুদ্ধেও তাঁর স্ত্রীকে বেনিয়ম করে চাকরি পাইয়ে দেওয়ার বিস্ফোরক অভিযোগ ওঠে।

SSC: TV9 বাংলার খবরের জের, স্ত্রীর চাকরি নিয়ে বড় ফ্যাসাদে পড়লেন এসএসসি-র এক কর্তা
এসএসসি কর্তার স্ত্রীর চাকরি নিয়ে উঠেছে প্রশ্ন
Image Credit source: GFX- TV9 Bangla

Follow Us

কলকাতা: এসএসসি-র জেলা কর্তার স্ত্রীর নিয়োগে বেনিয়ম। নিয়োগ দুর্নীতির নতুন কারনামার পর্দাফাঁস করেছিল TV9 বাংলা।  অবশেষে সেই খবরে পদক্ষেপ শিক্ষা দফতরের। দ্রুত সেই শিক্ষাকর্তা এসএসসি-র উপদেষ্টা কমিটির সদস্য শেখ সিরাজউদ্দিনের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে  জানালেন খোদ শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু।

যোগ্যদের পথে বসিয়ে চাকরি ‘চুরি’ করেছেন শিক্ষাকর্তারা। রাজপথে চাকরিপ্রার্থীর বসে রয়েছে ১০০২ দিন। তার মধ্যেই এসএসসি-র উপদেষ্টা কমিটির সদস্য বাঁকুড়ার শেখ সিরাজউদ্দিনের বিরুদ্ধেও তাঁর স্ত্রীকে বেনিয়ম করে চাকরি পাইয়ে দেওয়ার বিস্ফোরক অভিযোগ ওঠে।  জানা গিয়েছে, ২০১১ সালে পরীক্ষা দেন সিরাজের স্ত্রী জাসমিন খাতুন। ২০১৫ সালে সেই প্যানেলের মেয়াদ শেষ হয়। ২০১৯ সালে সেই মেয়াদ উত্তীর্ণ প্যানেল থেকে চাকরি পান জাসমিন। কিন্তু সেটা কীভাবে সম্ভব? প্রশ্ন তুলেছিল TV9 বাংলা।

শুধু তাই নয়, সিরাজউদ্দিন এখনও শালদিহা কলেজের অধ্যক্ষ।  TV9 বাংলা খবর সম্প্রচার করার পর, এসএসসি চিঠি লিখে শিক্ষা দফতরে সবটা জানায়। তারপরই  নড়চড়ে বসে শিক্ষাদফতর।  পদক্ষেপের পথে শিক্ষা দফতর।

এই খবর যখন প্রকাশ্যে আনে TV9 বাংলা, তখন অভিযুক্ত জাসমিন খাতুনের বক্তব্য ছিল, “২০১৯ সালেই চাকরিতে জয়েন করেছি। আমি এর বিষয়ে আর বিশেষ কিছু বলতে চাই না।” তিনি তাঁর স্বামীর প্রভাবের ব্যাপারেও বিশেষ কিছু বলতে চাননি। TV9 বাংলায় খবর সম্প্রচারিত হওয়ার পরই নড়েচড়ে বসে প্রশাসন। প্রথমে এসএসসি কর্তৃপক্ষ শিক্ষাদফতরকে জানায়। তারপরই কড়া পদক্ষেপ করার কথা জানান শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। সোমবার আন্দোলনকারী চাকরিপ্রার্থীদের সঙ্গে বৈঠকের পর সাংবাদিকের এই সংক্রান্ত প্রশ্নের উত্তরে শিক্ষামন্ত্রী বলেন, “খুব শীঘ্রই কী ব্যবস্থা নেওয়া হয়, তা দেখতে পারবেন।”

Next Article