কলকাতা: অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) স্ত্রী রুজিরা নারুলাকে (Rujira Narula) নোটিস দিয়েছে সিবিআই। নোটিস পৌঁছেছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের শ্যালিকা মেনকা গম্ভীরের কাছেও। নোটিসের উত্তর দিয়েছেন মেনকা। কিন্তু সন্ধ্যা ৮টা পেরিয়ে গেলেও উত্তর আসেনি রুজিরার কাছ থেকে। তাই মধ্যরাত পর্যন্ত রুজিরার উত্তরের অপেক্ষায় থাকবেন সিবিআই আধিকারিকরা। জানা গিয়েছে, নিজাম প্যালেসে তৈরি থাকবে সিবিআইয়ের বিশেষ দল। শেষ মূহুর্তে রুজিরা উত্তর দিলেও শান্তিনিকেতনে পৌঁছে যাবেন সিবিআই আধিকারিকরা।
সূত্রের খবর, যদি রবিবার মধ্যরাত পর্যন্তও রুজিরার তরফে কোনও উত্তর না আসে, তাহলে আগামিকালই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের স্ত্রীকে দ্বিতীয় নোটিস দিতে পারে তদন্তকারী সংস্থা। তবে রুজিরা নারুলা যদি নোটিসের উত্তরে এমনটা জানান, যে তিনি তাঁর বাড়িতে সিবিআই জিজ্ঞাসাবাদে রাজি নন, তাহলে কেন তিনি রাজি নন, সে বিষয়ও সিবিআইকে জানাতে হবে। রুজিরা এখনও নিরুত্তর থাকলেও তাঁর বোন মেনকা গম্ভীর অবশ্য সিবিআইয়ের সঙ্গে মুখোমুখি বসতে রাজি হয়েছেন।
আগামিকালই হাইল্যান্ড পার্কের বাড়িতে তাঁর বয়ান রেকর্ড করবে সিবিআই। রবিবার প্রথমে কালীঘাটে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়ি শান্তিনিকেতনে রুজিরা নারুলা বন্দ্যোপাধ্যায়কে নোটিস দেয় সিবিআই। তারপর নোটিস পৌঁছয় মেনকার হাইল্যান্ড পার্কের বাড়িতে। স্ত্রীকে নোটিস দেওয়ার বিষয়ে সাংসদ তথা তৃণমূল নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় টুইটে লিখেছেন, “আজ দুপুর দুটোয় সিবিআই আমার স্ত্রীকে নোটিস দিয়েছে। আইন শৃঙ্খলার প্রতি আমার পূর্ণ আস্থা রয়েছে। সিবিআই যদি ভেবে থাকে এ সবে আমরা বিভ্রান্ত হব, ভয় পাব, তাহলে ভুল করছে। আমরা কোনও কিছুতেই অন্যায়ের কাছে মাথা নত করব না।”
টুইটে তিনি সিবিআইয়ের নোটিসের প্রতিলিপিও তুলে ধরেছেন। যেখানে লেখা রয়েছে, কলকাতা কেস নম্বর আর সি ০১০২০২০এ০০২২, ক্রিমিন্যাল প্রসিডিওর ১৯৭৩-এর তদন্ত করতে সিবিআই দল গিয়েছে। নোটিসে আজ বেলা ৩টের সময় রুজিরা বন্দ্যোপাধ্যায় নারুলাকে উপস্থিত থাকতে বলা হয়েছে। এই কেসের বিষয়ে তাঁর কাছ থেকে কিছু প্রশ্নের উত্তর জানতে চাওয়া হবে বলে নোটিসে জানানো হয়েছিল।
আরও পড়ুন: সিবিআই-এর মুখোমুখি বসতে রাজি অভিষেকের শ্যালিকা, এখনও নিরুত্তর স্ত্রী