কলকাতা : কখনও খাবারে পোকা তো কখনও আবার নিম্নমানের খাবার, সাম্প্রতিককালে রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে মিড ডে মিল (Mid Day Meal) নিয়ে ভূরি ভূরি অভিযোগ সামনে এসেছে। যা নিয়ে চাপানউতরও তৈরি হয়েছে নাগরিক মহলে। উদ্বেগ বেড়েছে অভিভাবকদের। এরইমধ্যে মিড ডে মিলের তদন্তে রাজ্যে আসছে কেন্দ্রীয় তদন্তকারী দল। পৌঁছে যাবেন একাধিক জেলায়। চালাবেন সমীক্ষা। ৬ ফেব্রুয়ারি পর্যন্ত রাজ্যের একাধিক জেলায় ঘুরবে এই কেন্দ্রীয় টিম। রবিবার বিকাল ৫টা ৪০ মিনিটে কলকাতায় পা রাখার কথা রয়েছে তাঁদের। দিল্লি থেকে কলকাতায় (Kolkata) এসেই বসবেন প্রয়োজনীয় বৈঠকে। খাতায় কলমে সফর শুরুর কথা রয়েছে আগামী সোমবার থেকে। উত্তর থেকে দক্ষিণ, উত্তর ২৪ পরগনা থেকে শিলিগুড়ি রাজ্যের একাধিক প্রান্তে যাওয়ার কথাও রয়েছে বলে খবর।
ফ্যাক্ট ফাইন্ডিং দলে কারা?
দলের নেতৃত্বে থাকছেন জিবি পন্ত বিশ্ববিদ্যালয়ের বিভাগীয় প্রধান অনুরাধা দত্ত। রয়েছেন শ্বেতা সুরি। দলে থাকছেন ইউনিসেফের প্রতিনিধিরা। এমনকী মিড ডে মিল প্রকল্পে কেন্দ্রের তরফে দায়িত্বপ্রাপ্ত আধিকারকরাও থাকছেন বলে জানা যাচ্ছে। একইসঙ্গে থাকছেন রাজ্যের প্রতিনিধিও। সূত্রের খবর, ৯ সদস্যের ফ্যাক্ট ফাইন্ডিং দলে ৩ আধিকারিক কেন্দ্রীয় শিক্ষামন্ত্রকের চিফ কনসালট্যান্ট পদে বহাল রয়েছেন। রাজ্যের নানা প্রান্তে জেলায় জেলায় স্কুলে ঘুরে মিড ডে মিল প্রকল্পের কাজ কীভাবে হচ্ছে তা খতিয়ে দেখার কথা রয়েছে তাঁদের। ম্যানেজ ইনফরমেশন সিস্টেম সঠিকভাবে বজায় রাখা হচ্ছে কিনা তাও খতিয়ে দেখার কথা রয়েছে তাঁদের। দেখা হবে সমস্ত সরকারি নির্দেশিকা সঠিকভাবে মানা হচ্ছে কি না। রান্নাঘর এবং স্কুলের পরিকাঠামো ঠিক রয়েছে কিনা তাও খতিয়ে দেখবে এই কেন্দ্রীয় টিম।
পাশাপাশি খাবারের গুণমান খতিয়ে দেখার কথা রয়েছে এই ফ্যাক্ট ফাইন্ডিং কমিটির। খাবারের পুষ্টির গুণমানও খতিয়ে দেখার কথা রয়েছে। পাশাপাশি স্কুলের পড়ুয়াদের উচ্চতা ও ওজনও পরিমাপ করা হবে। বয়স ও উচ্চতা অনুয়ায়ী তাঁদের শরীরের বিকাশ সঠিকভাবে হচ্ছে কিনা তা বুঝতেই হবে এই কাজ। প্রসঙ্গত, সম্প্রতি মিড ডে মিল নিয়ে দেশের শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের কাছে নালিশ করেছেন বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তাঁর স্পষ্ট অভিযোগ, মিড ডে মিলের টাকা নয়ছয় করেছে রাজ্য সরকার। তাঁর দাবি, মিড ডে মিলের টাকা এই প্রকল্পে খরচের বদলে ব্যবহার করা হয়েছে অন্য খাতে। সবটাই করেছে রাজ্য সরকার। তাঁর এই অভিযোগ নিয়ে চাপানউতর চলছে রাজনৈতিক মহলে। এই প্রেক্ষাপটে রাজ্যে কেন্দ্রীয় টিম আসার পর শেষ পর্যন্ত কী রিপোর্ট সামনে আনে সেদিকে নজর সকলের।