National Ayush Mission: অব্যবহারে ফেরত গেল আয়ুশ মিশনের টাকা, প্রশ্নের মুখে স্বাস্থ্য ভবনের ভূমিকা

TV9 Bangla Digital | Edited By: Soumya Saha

Oct 01, 2021 | 5:00 PM

Swastha Bhawan, West Bengal Government, Mamata Banerjee, National Ayush Mission, Ayush Ministry, আয়ুশ মন্ত্রক, জাতীয় আয়ুশ মিশন, মমতা বন্দ্যোপাধ্যায়, স্বাস্থ্য ভবন,

National Ayush Mission: অব্যবহারে ফেরত গেল আয়ুশ মিশনের টাকা, প্রশ্নের মুখে স্বাস্থ্য ভবনের ভূমিকা
স্বাস্থ্য সাথীতে আরও কড়াকড়ি রাজ্যের (ফাইল ছবি)

Follow Us

কলকাতা: কেন্দ্রের বরাদ্দ অর্থ রাজ্য খরচ করতে না পারায় ফেরত গেল জাতীয় আয়ুশ মিশন প্রকল্পের বরাদ্দ টাকা। প্রায় কয়েক কোটি টাকা অব্যবহৃত থাকার কারণে ফেরত গেল কেন্দ্রে। তথ্য জানার অধিকার আইনে কেন্দ্রীয় আয়ুশ মন্ত্রক জানিয়েছে, ২০১৪ সাল থেকে জাতীয় আয়ুশ মিশন প্রকল্পের ৯ কোটি টাকা খরচ করতে না পারায় তা ফেরত নেওয়া হয়েছে। ১৩ কোটি টাকা খরচ হলেও তার ইউটিলাইজ়েশন সার্টিফিকেট এখনও দেখাতে পারেনি স্বাস্থ্য ভবন।

কেন্দ্রের বিরুদ্ধে বার বার বঞ্চনার অভিযোগ করতে দেখা গিয়েছে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে। চলতি বছরের বিধানসভা ভোটের সময় সেই অভিযোগ একেবারে চরমে উঠেছিল। রোজই সাংবাদিক বৈঠক করে নবান্ন থেকে মমতার একটাই অভিযোগ, কেন্দ্রের কাছে বঞ্চিত হচ্ছে বাংলা। প্রতিবারই নাকি তিনি দাবি জানান, আর্থিকভাবে রাজ্যের পাশে দাঁড়ানোর জন্য। আর প্রতিবারই নাকি কেন্দ্র তাঁকে খালি হাতে ফেরায়। অথচ এবার কী হল? কেন্দ্রের পাঠানো টাকা খরচই করতে পারল না রাজ্য। অব্য়বহৃত টাকা ফেরত গেল দিল্লিতে। বরাদ্দ অর্থের ৯ কোটি টাকা খরচ করতে পারল না রাজ্য। হাতাছাড়া হল কর্মসংস্থানও। ওই প্রকল্পের আওতায় চিকিৎসক ও স্বাস্থ্য কর্মী নিয়োগেরও সুযোগ ছিল রাজ্যের হাতে। কিন্তু সেসব কিছুই হল না। আর এই ব্যর্থতার দায় কার? প্রশ্ন ইতিমধ্য়েই উঠতে শুরু করে দিয়েছে।

উত্তর চব্বিশ পরগনার বাসিন্দা এক ব্যক্তি তথ্য জানার অধিকার আইনে আয়ুশ মন্ত্রকের কাছে জানতে চেয়েছিলেন, জাতীয় আয়ুশ মিশন প্রকল্পে এই রাজ্যে কেন্দ্র কত টাকা দিয়েছে, রাজ্য কত টাকা দিয়েছে এবং তার মধ্যে কত টাকা খরচ হয়েছে। এই মুহূর্তে পরিস্থিতি কী তাও জানতে চাওয়া হয়েছিল।

সেই আরটিআইয়ের প্রেক্ষিতে কেন্দ্রীয় আয়ুশ মন্ত্রক যে জবাব দিয়েছে সেখানে বলা হয়েছে, এখনও পর্যন্ত জাতীয় আয়ুশ মিশনের আওতায় ৯৭ কোটি টাকা কেন্দ্র দিয়েছে। রাজ্য দিয়েছে প্রায় ৪২ কোটি টাকা। এর মধ্যে কেন্দ্রের শেয়ারের ৯ কোটি টাকা রাজ্যের স্বাস্থ্য ভবন খরচ করতে না পারায় সেই টাকা ফেরত চাওয়া হয়েছে। রাজ্য এখনও পর্যন্ত যে ৬৮ কোটি টাকা খরচ করেছে, তার মধ্যে ১৩ কোটি টাকার ইউটিলাইজ়েশন সার্টিফিকেট জমা করতে পারেনি। একদিকে যখন মুখ্যমন্ত্রী বলছেন কেন্দ্র টাকা দেয় না, আর অন্যদিকে কেন্দ্রের পাঠানো টাকা অব্যবহারের কারণে আবার ফেরত চলে গিয়েছে। স্বাভাবিকভাবেই এই ঘটনায় স্বাস্থ্য ভবনের ভূমিকা নিয়ে প্রশ্নচিহ্ন উঠতে শুরু করেছে।

চিকিৎসক সংগঠনের নেতা মানস গুমটা জানাচ্ছেন, এ ঘটনা নতুন কিছু নয়। শুধু আয়ুশ মন্ত্রক নয়, কেন্দ্রীয় সরকারের নানা খাতে নানা রকমের টাকা-পয়সা আসে। বিশেষ করে যেগুলি কেন্দ্র ও রাজ্য যৌথ দায়িত্বের মধ্যে রয়েছে যেমন স্বাস্থ্য, শিক্ষা এগুলিতে কেন্দ্রের থেকে টাকা আসে। আয়ুশ হোক বা অন্য কোনও খাতে, ব্যবহারের জন্য কেন্দ্র থেকে টাকা আসার পরেও তা অব্যবহৃত থেকে আবার কেন্দ্রে ফেরত যাওয়া কখনোই কাঙ্খিত নয়।

যদিও রাজ্যের স্বাস্থ্য ভবনের বক্তব্য, করোনার কারণেই আয়ুশ মন্ত্রকের পাঠানো টাকার সম্পূর্ণটা ব্যবহার করা সম্ভব হয়নি।

আরও পড়ুন: CM Mamata Banerjee: প্লাবনে সেই ‘ম্যান মেড’ তত্ত্ব, সেই ডিভিসিকেই দুষলেন মমতা! পাল্টা অধীর, ‘সুপ্রিম কোর্টে যাচ্ছেন না কেন?’

Next Article