কলকাতা: ভর সন্ধেয় বিধাননগর স্টেশনে তুলকালাম কাণ্ড। শিয়ালদহ লাইনের অন্যতম গুরুত্বপূর্ণ ও ব্যস্ত রেল স্টেশন বিধাননগর। অফিস টাইমে প্রচুর নিত্যযাত্রী এই স্টেশন দিয়ে যাতায়াত করেন। এরই মধ্যে বুধবার সন্ধেয় একেবারে স্টেশন মাস্টারের ঘরের সামনে ক্ষোভে ফেটে পড়লেন যাত্রীরা। স্টেশন চত্বরে ব্যাপক উত্তেজনা ছড়িয়েছে। যাত্রীদের অভিযোগ, কোন প্লাটফর্মে ট্রেন আসবে, তা ভুল ঘোষণা করা হয়েছে। আর তার জেরে ছোটাছুটি শুরু হয়ে গিয়েছিল যাত্রীদের মধ্যে। অন্য প্লাটফর্মে ট্রেন আসতে দেখে, তাড়াহুড়ো করে সেই প্লাটফর্মের দিকে ছোটেন যাত্রীরা। কিন্তু ততক্ষণে অনেক যাত্রীই প্লাটফর্ম বদল করতে পারেননি। এদিকে ট্রেনও ততক্ষণে প্লাটফর্ম ছেড়ে বেরিয়ে যায়। আর এরপরই যাত্রীদের মধ্যে তীব্র অসন্তোষ তৈরি হয় এবং স্টেশন মাস্টারের ঘরের সামনে গিয়ে বিক্ষোভ দেখাতে থাকেন তাঁরা।
#WatchNow: বিধাননগর স্টেশনে তুলকালাম, কোন প্ল্যাটফর্মে ট্রেন তা নিয়ে ভুল ঘোষণার জেরে ব্যাপক গোলমাল। বনগাঁ লোকাল নিয়ে ভুল ঘোষণার জেরে ট্রেনেই উঠতে পারলেন না বেশিরভাগ যাত্রী। স্বাভাবিকভাবেই উত্তেজনা ছড়িয়ে পড়ে।
WATCH LIVE: https://t.co/Z9cGg0jLNU#Bidhannagar | #Agitation pic.twitter.com/rsmuMoihS7
— TV9 Bangla (@Tv9_Bangla) January 3, 2024
প্রাথমিকভাবে জানা যাচ্ছে, আপ বনগাঁ লোকাল ২ নম্বর প্লাটফর্মে আসবে বলে স্টেশনে ঘোষণা করা হয়। সেই মতো ট্রেন ধরার জন্য সব যাত্রীরা ২ নম্বর প্লাটফর্মে গিয়ে অপেক্ষা করছিলেন। কিন্তু হঠাৎ তাঁরা বুঝতে পারেন, আপ বনগাঁ লোকাল ঢুকছে ১ নম্বর প্লাটফর্মে। ট্রেন অন্য প্লাটফর্মে ঢুকতে দেখেই কেউ সাবওয়ের দিকে, কেউ ফুট ওভার ব্রিজের দিকে ছোটেন। কিন্তু স্বল্প সময়ের মধ্যে অনেকেই ২ নম্বর প্লাটফর্ম থেকে ১ নম্বর প্লাটফর্ম পর্যন্ত পৌঁছতে পারেননি। তার জেরেই এই গোলমাল ও বিক্ষোভ।
সন্ধেয় অফিস ছুটির সময়ে বিধাননগর স্টেশনে গিজগিজ করে ভিড়। তথ্য-প্রযুক্তি নগরী সল্টলেক থেকে শুরু করে আশপাশের অনেক জায়গায় প্রচুর মানুষ কাজে আসেন। সন্ধেবেলা অফিস ফেরত যাত্রীদের ভিড়ে ভিড়াক্কার অবস্থা হয়ে যায় বিধাননগর স্টেশন। তার উপর বনগাঁ লোকালে যাত্রীদের ভিড় এমনিতেই বেশি থাকে। এমন অবস্থায় কোন প্লাটফর্মে ট্রেন আসবে, তা নিয়ে ভুল ঘোষণার অভিযোগে তুলকালাম কাণ্ড বেঁধে যায় বিধাননগর স্টেশন চত্বরে।