Kolkata Metro: বন্ধ হচ্ছে লোকাল ট্রেন, দানা আতঙ্কের মধ্যে চলবে মেট্রো?
Kolkata Metro: তবে যে কোনও খারাপ পরিস্থিতি মোকাবিলায় প্রস্তুত রয়েছে কলকাতা মেট্রো। এদিন সে কথাও জানান কৌশিকবাবু। বলেন, “সাইক্লোনে কী হবে সেটা আগাম জানা যায় না। তবে আমরা তৈরি থাকছি সবরকম ভাবে।”
কলকাতা: মুহূর্তে মুহূর্তে বাড়ছে শক্তি। তীব্র গতিতে ধেয়ে আসছে দামাল দানা। হাওয়া অফিস বলছে সবথেকে বিভীষিকাময় রাত কাটতে পারে বৃহস্পতিতে। যাত্রীদের সুরক্ষার কথা মাথায় রেখে ২৪ অক্টোবর বৃহস্পতিবার রাত আটটার পর থেকে শিয়ালদহ স্টেশনে কোনও শাখা থেকে কোনও লোকাল ট্রেন না চালানোর সিদ্ধান্ত নিয়েছে পূর্ব রেল। কিন্তু, কী অবস্থা মেট্রোর? মেট্রো কী চলবে?
চাপানউতোর মধ্যেই জানা যাচ্ছে, আপাতত মেট্রো বাতিলের কোনও সিদ্ধান্ত নেওয়া হয়নি। স্বাভাবিক নিয়মে ছন্দ মেনেই চলবে মেট্রো। কলকাতা মেট্রোর জনসংযোগ আধিকারিক কৌশিক মিত্র বলছেন, “আমরা কোনও মেট্রো বাতিল করছি না। অরেঞ্জ লাইন যেমন ৮টায় বন্ধ হয়, তেমন থাকবে। কোনও ট্রেন বাতিল করছি না এখনও। শহরের মানুষকে ফিরতে হলে মেট্রোতেই ভরসা রাখতে হয়।”
তবে যে কোনও খারাপ পরিস্থিতি মোকাবিলায় প্রস্তুত রয়েছে কলকাতা মেট্রো। এদিন সে কথাও জানান কৌশিকবাবু। বলেন, “সাইক্লোনে কী হবে সেটা আগাম জানা যায় না। তবে আমরা তৈরি থাকছি সবরকম ভাবে।” এদিকে আবহাওয়া দফতর বলছে, বুধবার সকালে উত্তর-পশ্চিম দিশায় সাইক্লোন ঘনীভূত হয়েছে। বর্তমানে সাগরদ্বীপ থেকে দূরত্ব ৫৭০ কিলোমিটারের কাছাকাছি। বুধবার মধ্যরাত থেকে বৃহস্পতিবার সকালের মধ্যে গতিবেগ আরও বাড়বে। পুরী, সাগরদ্বীপের মধ্যে ভিতরকণিকা, ধামরা পোর্ট এলাকায় ল্যান্ডফল হতে পারে বলেও জানা যাচ্ছে। সেই সময় সর্বোচ্চ গতিবেগ উঠে যেতে পারে একেবারে ১২০ কিলোমিটার প্রতি ঘণ্টা।