Local Train New Time Table: হাওড়া-বর্ধমান কর্ড লাইনে বদলে যাচ্ছে ট্রেনের সময়, রইল পূর্ণাঙ্গ তালিকা
Howrah Train New Time Table: নতুন টাইম টেবিলে লোকাল ট্রেনের পাশাপাশি মেল/এক্সপ্রেস, প্যাসেঞ্জার ও লোকাল ট্রেনের সময়সূচিতে একাধিক পরিবর্তন আনা হয়েছে। হাওড়া ডিভিশনে একাধিক শাখার মতো হাওড়া-বর্ধমান কর্ড লাইনেও একাধিক ট্রেনের সময়সূচিতে বদল এসেছে। দেখে নিন পুরো তালিকা।

বিগত কয়েক বছর ধরেই লাগাতার দফায় দফায় ট্রেন বাতিলের ছবি দেখা গিয়েছে হাওড়া ও শিলায়লদহ ডিভিশনে। বারবারই শোনা গিয়েছে রেল ট্র্যাকের রক্ষণাবেক্ষণ, ওভারহেডের কাজ, সিগন্যালিংয়ের কাজের কথা। পূর্ব রেল মনে করছে, সারা বছর ধরে চলা নিয়মিত ও পরিকল্পিত রক্ষণাবেক্ষণ কাজের ফলে এখন পরিকাঠামোর উন্নতি অনেকটাই হয়েছে। তারই লাভ এবার পাবেন যাত্রীরা।
নতুন টাইম টেবিলে লোকাল ট্রেনের পাশাপাশি মেল/এক্সপ্রেস, প্যাসেঞ্জার ও লোকাল ট্রেনের সময়সূচিতে একাধিক পরিবর্তন আনা হয়েছে। হাওড়া ডিভিশনে একাধিক শাখার মতো হাওড়া-বর্ধমান কর্ড লাইনেও একাধিক ট্রেনের সময়সূচিতে বদল এসেছে। আগে যেখানে ৩৬৮৩২ হাওড়া – বর্ধমান (কর্ড) লোকাল সন্ধ্যা ৬টা বেজে ১৫ মিনিটে ছাড়ত সেটা এখন ছাড়বে সন্ধ্যা ৬টায়। সন্ধ্যা ৭টা ৪৫ মিনিটে যে বর্ধমান কর্ড লোকাল হাওড়া থেকে ছেড়ে যেত সেটা ছাড়বে সন্ধ্যা ৭টা ৪০ মিনিটে। পুরো তালিকা নিচে দেওয়া হল…

বর্ধমান থেকে যেগুলি ছাড়ছে…

শুধু হাওড়া নয়, শিয়ালদহ ডিভিশনেও একাধিক শাখায় ট্রেনে সময় বদলেছে। দেখে নিন পুরো তালিকা….
