কলকাতা: দানায় বাড়ছে ভয়। ধেয়ে আসতে পারে ১১০ থেকে ১২০ কিলোমিটার প্রতি ঘণ্টার গতিবেগে। ওড়িশার পাশাপাশি দানার আক্রমণ ঠেকাতে তৎপর বাংলার সরকার। জেলায় জেলায় দেখা যাচ্ছে প্রশাসনিক কর্তাদের তৎপরতা। এবার নিয়ে সাংবাদিক বৈঠক করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সাফ বললেন, “দুর্যোগ মোকাবিলার জন্য আমাদের সরকার প্রস্তুত আছে। রাজ্য ও জেলা স্তরে খোলা হয়েছে কন্ট্রোল রুম। ইতিমধ্যেই সামগ্রিক পরিস্থিতি নিয়ে চিফ সেক্রেটারি, ডিজি, হোম সেক্রেটারি, সিপি এবং সমস্ত ডিএম, এসপিদের নিয়ে বৈঠক করা হয়েছে। বিপর্যয় মোকাবিলা দফতরের লোকজনও ছিলেন।”
ইতিমধ্যেই ওড়িশায় ১৪ জেলায় সমস্ত স্কুল বন্ধের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। একই ছবি বাংলাতেও। দানার কারণে ক্ষয়ক্ষতি এড়াতে ২৩-২৬ তারিখ দক্ষিণ ২৪ পরগনা, উত্তর ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, হুগলি হাওড়া ও কলকাতার সব স্কুলে সব ধরনের অ্যাকাডেমিক কার্যকলাপ বন্ধের সিদ্ধান্ত নিয়েছে সরকার। সতর্কতামূলক ব্যবস্থা নিতেই এই সিদ্ধান্ত, এদিন সাংবাদিক বৈঠকে জানান মমতা। একইসঙ্গে ২৩ থেকে ২৬ আইসিডিএস সেন্টার বন্ধ থাকছে।
মমতা বলছেন, “আলিপুর আবহাওয়া দফতর অনুযায়ী ২৪ অক্টোবর রাত থেকে ২৫ অক্টোবর সকালের মধ্যে পুরি এবং সাগরদ্বীপের মাঝে ল্যান্ডফল হতে পারে। ক্ষতিগ্রস্ত হতে পারে দক্ষিণ ২৪ পরগনা, উত্তর ২৪ পরগনা, দুই মেদিনীপুর। এফেক্ট পড়বে হাওড়া , হুগলি, বাঁকুড়া, ঝাড়গ্রাম। মৎস্যজীবীদের সমুদ্রে যাওয়ার নিষেধাজ্ঞা, পর্যটকদের সমুদ্রের ধার থেকে সরানোর কথা বলা হয়েছে।”
একইসঙ্গে এও জানান, “সাত জন প্রিন্সিপাল সেক্রেটারিকে সাত জেলার দায়িত্ব দেওয়া হয়েছে। ২৪ তারিখে ক্যাবিনেট বৈঠক আছে। কিন্তু সেখানে আবার দুর্যোগের কবলে যে জেলাগুলি রয়েছে সেখানকার মন্ত্রীদের আসতে বারণ করছেন মমতা। বলেন, যে যে জেলাগুলিতে প্রভাব পড়বে সেই সব জেলার মন্ত্রীদের ক্যাবিনেটে আসতে বারণ করছি। সাগর থেকে বঙ্কিম হাজরাকে আসতে বারণ করছি, মানস ভুঁইয়াকে আসতে বারণ করছি।” একইসঙ্গে আর্থিক সাহায্য নিয়ে এদিন ফের একবার ক্ষোভ উগরে দেন কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে। বলেন, “পর পর একাধিক প্রাকৃতিক দুর্যোগ হলেও কেন্দ্রের তরফ থেকে সেইভাবে কোনও অর্থ সাহায্য মেলে না।”