কলকাতা: কার্যত হুশিয়ারির সুরে আগেই বলেছিলেন “সম্মানহানি করবেন না। আসল খবরটা দেখান। আমার বিরুদ্ধেও সত্যি খবর হলে দেখান, কিছু মনে করব না।” এবার ফের একবার মিডিয়া ট্রায়াল নিয়ে সরব হতে দেখা গেল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে (Chief Minister Mamata Banerjee)। “আমাদের সম্মানই আমাদের সব। ওটাই যদি কেউ লুঠে নেয় তাহলে সব চলে যায়। এটা একবার চলে গেলে আর ফিরে আসে না।” ওয়েস্ট বেঙ্গল ন্যাশনাল ইউনিভার্সিটি অফ জুরিডিকাল সায়েন্সের সমাবর্তনের মঞ্চ থেকে এদিন কথা বলতে শোনা গেল মুখ্যমন্ত্রীকে। কিন্তু, কেন আচমকা এ কথা বলতে গেলেন তিনি? কোন সম্মানের কথা বলছেন মমতা?
রাজনৈতিক বিশেষজ্ঞদের মতে, অনুব্রত মণ্ডলের গ্রেফতারি থেকে শুরু অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ইডি-র তলব। গরু পাচার মামলা থেকে কয়লা কেলেঙ্কারি থেকে একাধিকবার ইডি-সিবিআইয়ের ডাক পেয়েছেন শাসকদলের একাধিক তাবড় তাবড় নেতা-মন্ত্রীরা। যার জেরে বিপাকে পড়তে হয়েছে শাসক তৃণমূলকে। যা নিয়ে নাগরিক মহলের পাশাপাশি সংবাদমাধ্যমেও বিস্তর চর্চা হয়। পক্ষে বিপক্ষে উঠে আসে নানা মতামত। এদিন মমতা বলেন, “আদালত রায় দেওয়ার আগে মিডিয়া ট্রায়াল শুরু হয়ে যাচ্ছে।” শুধু তাই নয় আরও একধাপ এগিয়ে মমতা বলেন, “মিডিয়া বিচারব্যবস্থাকে গাইড করছে।”
রীতিমতো ক্ষোভের সঙ্গে তিনি বলেন, “এটা হতে পারে না। মিডিয়া বিচারব্যবস্থাকে নিয়ন্ত্রণ করতে পারে না। আমাদের সম্মানই আমাদের সব। ওটাই যদি কেউ লুঠে নেয় তাহলে সব চলে যায়। এটা একবার চলে গেলে আর ফিরে আসে না।” একইসঙ্গে সমাজে বিচারব্যবস্থার ভূমিকার কথা মনে করিয়ে দিয়ে মমতা বলেন, মানুষের কান্নার আওয়াজ শোনা উচিত আদালতের। বিচারব্যবস্থার সর্বদাই মানুষকে বিপর্যয়ের হাত থেকে বাঁচানো উচিত। অন্যায়ের হাত থেকে রক্ষা করা উচিত।”
কলকাতা: কার্যত হুশিয়ারির সুরে আগেই বলেছিলেন “সম্মানহানি করবেন না। আসল খবরটা দেখান। আমার বিরুদ্ধেও সত্যি খবর হলে দেখান, কিছু মনে করব না।” এবার ফের একবার মিডিয়া ট্রায়াল নিয়ে সরব হতে দেখা গেল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে (Chief Minister Mamata Banerjee)। “আমাদের সম্মানই আমাদের সব। ওটাই যদি কেউ লুঠে নেয় তাহলে সব চলে যায়। এটা একবার চলে গেলে আর ফিরে আসে না।” ওয়েস্ট বেঙ্গল ন্যাশনাল ইউনিভার্সিটি অফ জুরিডিকাল সায়েন্সের সমাবর্তনের মঞ্চ থেকে এদিন কথা বলতে শোনা গেল মুখ্যমন্ত্রীকে। কিন্তু, কেন আচমকা এ কথা বলতে গেলেন তিনি? কোন সম্মানের কথা বলছেন মমতা?
রাজনৈতিক বিশেষজ্ঞদের মতে, অনুব্রত মণ্ডলের গ্রেফতারি থেকে শুরু অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ইডি-র তলব। গরু পাচার মামলা থেকে কয়লা কেলেঙ্কারি থেকে একাধিকবার ইডি-সিবিআইয়ের ডাক পেয়েছেন শাসকদলের একাধিক তাবড় তাবড় নেতা-মন্ত্রীরা। যার জেরে বিপাকে পড়তে হয়েছে শাসক তৃণমূলকে। যা নিয়ে নাগরিক মহলের পাশাপাশি সংবাদমাধ্যমেও বিস্তর চর্চা হয়। পক্ষে বিপক্ষে উঠে আসে নানা মতামত। এদিন মমতা বলেন, “আদালত রায় দেওয়ার আগে মিডিয়া ট্রায়াল শুরু হয়ে যাচ্ছে।” শুধু তাই নয় আরও একধাপ এগিয়ে মমতা বলেন, “মিডিয়া বিচারব্যবস্থাকে গাইড করছে।”
রীতিমতো ক্ষোভের সঙ্গে তিনি বলেন, “এটা হতে পারে না। মিডিয়া বিচারব্যবস্থাকে নিয়ন্ত্রণ করতে পারে না। আমাদের সম্মানই আমাদের সব। ওটাই যদি কেউ লুঠে নেয় তাহলে সব চলে যায়। এটা একবার চলে গেলে আর ফিরে আসে না।” একইসঙ্গে সমাজে বিচারব্যবস্থার ভূমিকার কথা মনে করিয়ে দিয়ে মমতা বলেন, মানুষের কান্নার আওয়াজ শোনা উচিত আদালতের। বিচারব্যবস্থার সর্বদাই মানুষকে বিপর্যয়ের হাত থেকে বাঁচানো উচিত। অন্যায়ের হাত থেকে রক্ষা করা উচিত।”