চিকিৎসাধীন কোভিড রোগীরা যেন ভোটদান থেকে বঞ্চিত না হন, কমিশনকে অনুরোধ মমতার

ঋদ্ধীশ দত্ত |

Apr 21, 2021 | 6:01 PM

যারা শারীরিকভাবে দুর্বল এবং হাসপাতালে ভর্তি, তাঁরা ভোট দিতে আসতে পারবেন না। তাঁদের ভোটগুলি যাতে পোস্টাল ব্যালটে সংগ্রহ হয় সেই আবেদনই জানিয়েছেন তিনি।

চিকিৎসাধীন কোভিড রোগীরা যেন ভোটদান থেকে বঞ্চিত না হন, কমিশনকে অনুরোধ মমতার
ফাইল চিত্র।

Follow Us

মালদা: করোনায় আক্রান্ত যারা ঘর, হাসপাতাল বা সেফ হোমে রয়েছেন, তাঁরা কি ভোট দেবেন না? সেই মানুষগুলোও যাতে গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করতে সক্ষম হন সেই কথা মাথায় রেখে এ বার কমিশনের কাছে নতুন আবেদন জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। করোনার দ্বিতীয় ঢেউয়ের মধ্যে কোভিড পরিস্থিতি নিয়ে এ দিন জরুরি বৈঠকের পর এই প্রসঙ্গে মুখ খোলেন তিনি। আবেদন জানান, যেন হাসপাতালে ভর্তি আক্রান্ত ব্যক্তিদের ভোট পোস্টাল ব্যালটে সংগ্রহ করা হয়।

যারা করোনায় আক্রান্ত, তাদের ভোট দেওয়ার জন্য ইতিমধ্যেই সন্ধ্যা ৬ টার সময় নির্ধারণ করেছে নির্বাচন কমিশন। যদিও তা যথেষ্ট নয় বলেই মনে করছেন মমতা। কেননা, যারা শারীরিকভাবে দুর্বল এবং হাসপাতালে ভর্তি, তাঁরা ভোট দিতে আসতে পারবেন না। তাদের ভোটগুলি যাতে পোস্টাল ব্যালটে সংগ্রহ হয় সেই আবেদনই জানিয়েছেন তিনি।

মমতা বলেন, “যারা কোভিড রোগী সেফ হোম বা হোম আইসোলেশনে আছেন, তারা অনুমতি নিয়ে নিশ্চই নিজের ভোটটা দেবেন। একটা তো ৬ টার সময় ভোট দেওয়ার ব্যবস্থা আছে। আমি নির্বাচন কমিশনকে বলব, যারা হাসপাতালে ভর্তি হচ্ছে কিন্তু ভোটটা দিতে চায়, তাঁদেরকে ভোট দিতে দেওয়া উচিত বলে আমি মনে করি। সেটা কীভাবে করবে সেটা নির্বাচন কমিশন জানে।”

আরও পড়ুন: ‘এটা কি ব্যবসা করার সময়?’ ভ্যাকসিনের দামের ফারাকে ক্ষুব্ধ মমতা, চিঠি দেবেন মোদীকে

মমতার আবেদন, “আমি একটা আবেদন করব। ৮০-র উপর যাদের বয়স তাঁদের তো এখন বাড়ি থেকে পোস্টাল ব্যালটেই ভোট সংগ্রহ করা হচ্ছে। সুতরাং এ ক্ষেত্রেও যে সাড়ে ৭ হাজার মানুষ এখন হাসপাতালে ভর্তি রয়েছেন, তাদের অনেকের হয়তো অক্সিজেনের মাত্রা একটু কম আছে। কিন্তু ভোটটা দিতে পারবে। ফলে কমিশন যেন এই নিয়ে কোনও সিদ্ধান্ত নেয়।”

উল্লেখ্য, করোনা পরিস্থিতির কথা মাথায় রেখে এর আগে শেষ তিন দফার নির্বাচনও একত্রে আয়োজন করার দাবি কমিশনের কাছে জানিয়েছিল তৃণমূল। যদিও শাসকদলের সেই দাবিতে কর্ণপাত না করে পূর্ব নির্ধারিত নির্ঘণ্ট অনুযায়ী ভোট করার সিদ্ধান্ত নেয় কমিশন। এ বার করোনা পরিস্থিতির মধ্যে কমিশনের কাছে নতুন দরবার মমতার।

আরও পড়ুন: ভ্যাকসিনের জন্য রাজ্যে ১০০ কোটির ফান্ড, কেন্দ্রের কাছে ১ কোটি ডোজ চাইলেন মমতা

 

Next Article