Mamata Banerjee: ‘ওদের মিনিস্টাররা এক মাস ধরে পড়েছিল, সব হোটেল বুক’, ধূপগুড়ি জিতে বললেন মমতা

Deeksha Bhuiyan | Edited By: সায়নী জোয়ারদার

Sep 08, 2023 | 3:58 PM

Mamata Banerjee: মুখ্যমন্ত্রী বলেন, গোটা উত্তরবঙ্গ তৃণমূলের সঙ্গে। দার্জিলিং থেকে কোচবিহার, আলিপুরদুয়ার, দিনাজপুর সকলেই তাঁদের সঙ্গে। ধূপগুড়ির উপভোটকে 'ঐতিহাসিক' বলে মন্তব্য করেন মমতা। 

Mamata Banerjee: ওদের মিনিস্টাররা এক মাস ধরে পড়েছিল, সব হোটেল বুক, ধূপগুড়ি জিতে বললেন মমতা
মমতা বন্দ্যোপাধ্যায়।
Image Credit source: TV9 Bangla

Follow Us

কলকাতা: জি-২০ সম্মেলনে যোগ দিতে দিল্লি যাচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়। শুক্রবারই দিল্লির পথে রওনা দেন তিনি। এদিনই আবার ধূপগুড়ি বিধানসভার উপনির্বাচনের ফল প্রকাশ হয়েছে। একুশের ভোটে যে আসন জিতেছিল বিজেপি, উপনির্বাচনে তা হাতছাড়া হয়েছে তাদের। ধূপগুড়ি এবার তৃণমূলের। এই জয়কে মানুষের জয় বলে এদিন ব্যাখ্যা করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রী বলেন, গোটা উত্তরবঙ্গ তৃণমূলের সঙ্গে। দার্জিলিং থেকে কোচবিহার, আলিপুরদুয়ার, দিনাজপুর সকলেই তাঁদের সঙ্গে। ধূপগুড়ির উপভোটকে ‘ঐতিহাসিক’ বলে মন্তব্য করেন মমতা।

মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, “আমি ধূপগুড়ির মানুষকে অনেক অভিনন্দন জানাই। চাবাগান থেকে রাজবংশী সম্প্রদায়, সকলে যেভাবে তৃণমূলকে সমর্থন করেছেন। লোকসভায় বিজেপির প্রায় ১৯ হাজার লিড ছিল এই আসনে। এটা ওদের একটা শক্ত ঘাঁটি।” মমতা এদিন বলেন, “ওদের মিনিস্টার, নেতারা এক মাস ধরে পড়েছিলেন ওখানে। প্রতিটা হোটেল বুক ছিল। একটা জায়গা ছিল না যেখানে কেউ যেতে পারে। আমি মনে করি এটা উত্তরবঙ্গে বড় জয়। সারা বাংলার জয়।”

একইসঙ্গে এদিন বাংলা দিবস নিয়েও তাৎপর্যপূর্ণ মন্তব্য করেন মমতা বন্দ্যোপাধ্যায়। বলেন, বৃহস্পতিবারই বাংলার প্রতিষ্ঠা দিবস হিসাবে পয়লা বৈশাখের নাম প্রস্তাব করা হয়েছে। মমতার কথায়, “এটা রেজোলিউশন। ন্যাচারালি এটা কারও কাছে যাবে না। জাস্ট ইনফরমেশনটা আমরা পাঠিয়ে দেবো। এটা গতকালই দুই তৃতীয়াংশ ভোটে পাশ করেছি। বাংলার মাটি, বাংলার জলের জয়।”

 

Next Article